আসসালামু আলাইকুম। সকলকেই "ঈদ মোবারক" । কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি । গান শুনতে কার না ভাল লাগে বিশেষ করে আপনার হাতের প্রিয় অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে । আমরা শুনতে শুনতে মোবাইলের চার্জ শেষ করে ফেলি তাও গানের সাদ মিটেনা । আবার রাতে অনেকে গান শুনতে শুনতে ঘুমিয়ে পরি ওদিকে মোবাইলে গান চলছে ত চলছেই আর এ গান চলতে না দেওয়ার জন্য একটি Application উপহার দিচ্ছি যার নাম Music Off - Free music Timer । এর মাধ্যমে আপনি নির্দিষ্ট সময় পর্যন্ত গান চালাতে পারবেন । তাই ঘুমিয়ে গেলেও গান বন্ধ হয়ে যাবে আপনার দেওয়া সময় অনুযায়ী । সুতরাং অ্যান্ড্রয়েডের চার্জ নিয়ে চিন্তা করতে হবে না । Music Off - FREE music Timer টি এখান থেকে ডাউনলোড করে নিন । কিভাবে সেটিংস করবেন নিচের চিত্রে দেখে নিনঃ
সেটিংস করার পরে নোটিফিকেশনে একটি আইকন আসবে । এখন মিউজিক প্লেয়ার প্লে করুন আর দেখুন আপনার দেওয়া সময় অনুযায়ী মিউজিক প্লেয়ার বন্ধ হয়ে গেছে । ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্তই । আল্লাহ হাফেজ । ভাল থাকবেন ।
আমি কায়ছারুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 67 টি টিউন ও 221 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Student