অ্যান্ড্রয়েড মোবাইলের নোটিফিকেশন দেখতে পাবেন আপনার পিসিতেই

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
অনেক সময় কাজের ব্যস্ততার মাঝে মোবাইলের নোটিফিকেশন দেখতে পারি না আর তাই আপনার সময় বাচিয়ে আপনার পিসিতেই মোবাইলের সব নোটিফিকেশন দেখতে পারবেন । যাহোক, প্রথমে আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে, গুগল প্লে হতে PushBullet অ্যাপটি ইন্সটল করতে হবে। তারপর অ্যাপটি ওপেন করে গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন-ইন করতে হবে। আপনি যে কোন গুগল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন। তবে ২টি আলাদা মোবাইলের PushBullet এ আপনাকে ভিন্ন গুগল অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। নিচের চিত্রে নিয়ম অনুসরণ করে ‘Notification Sharing’ অপশনটি অন করতে হবে এবং অ্যান্ড্রয়েড সেটিংস মেনু হতে ‘Notification Mirroring’ সার্ভিসটি চালু করতে হবে। এটি PushBullet কে আপনার অ্যান্ড্রয়েড নোটিফিকেশনের অ্যাক্সেস দিবে।

এরপর আপনাকে Google Chrome থেকে সেটিং এ গিয়ে Extension হতে PushBullet extension ইন্সটল করতে হবে। Google Chrome টুলবার হতে PushBullet আইকনে ক্লিক করে গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন-ইন করুন । এখন আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে নোটিফিকেশন আসার সাথে সাথেই তা আপনার পিসিতেই দেখা যাবে। কিছুক্ষণ পর পর PushBullet নোটিফিকেশনগুলি আড়াল করে দিবে, কিন্তু তা Google Chrome এ নোটিফিকেশন সেন্টারে থেকে যায়। এগুলি দেখার জন্য আপনাকে সিস্টেম ট্রে হতে ‘Notification Center’ আইকনে ক্লিক করতে হবে। PushBullet কেবল নোটিফিকেশন শুধু যে দেখা তা নয় এর সাহায্যে বিভিন্ন ফাইল আদান-প্রদান করতে পারবেন । PushBullet এটি ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করেন ।
আল্লাহ হাফেজ । ভাল থাকবেন ।

Level 3

আমি কায়ছারুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 67 টি টিউন ও 221 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Student


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই একটু সাহায্য করেন আমার এন্ড্রোয়েড মোবাইলটি অন হওয়ার এক মিনিট পর automatically বন্ধ হয়ে যায়। ব্যাটারির কোন সমস্যা নাই।পারলে একটু দয়া করে সাহায্য করুন।