এবার গুগল প্লে স্টোরের এপ ডাউনলোড করুন যেকোনো ব্রাওজার থেকে বা যেকোনো ডিভাইস হতেঃ
আমরা সবাই জানি প্লে স্টোর হতে কোন অ্যাপ ডাউনলোড হতে প্রচুর সময় এবং ডাটা খরচ হয়। তাই অনেকে প্লে থেকে না নামিয়ে ইন্টারনেটে অনেক ঘাটাঘাটি করে ডাউনলোড করেন। কিন্তু এতে আপনার প্রচুর মূল্যবান সময় নষ্ট হয় এবং এটি অনেক বিরক্তিকর। তাই যারা প্লে থেকে ডাটা বেশি খরচের ভয়ে অ্যাপ নামাতে চান না আবার সার্চিং করে সময়ও নস্ট করতে চান না তাদের জন্য আমি একটি দারুন আইডিয়া এনেছি। সেটি হলঃ
১। প্রথমে আপনার কাঙ্ক্ষিত অ্যাপটির গুগল প্লে লিংক বের করুন
এখান হতেঃ
https://play.google.com/store
২। তারপর সেই লিংকটি এখানে প্রবেশ করানঃ
http://downloader-apk.com/
৩। তারপর Genarate Download Link এ ক্লিক করুন।
ব্যাস। আপনার কাজ শেষ। এবার অ্যাপটি ডাউনলোড করে মনের সুখে চালাতে থাকুন। কোনো ভুল হলে ক্ষমা করবেন। এটিই আমার প্রথম টিউন তাই আবারও বলছি ভুল হলে ক্ষমা করবেন।
আমি সাইদুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন প্রযুক্তি প্রেমিক। আমি প্রযুক্তিকে খুবই ভালবাসি।