আসসালামু আলাইকুম এন্ড্রয়েড পাগলা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আপনাদের ভালো লাগাকে আরেকটু বাড়িয়ে দিতে আমি হাজির হবো নিয়মিত এন্ড্রয়েড গেমস নিয়ে ইনশাআল্লাহ্...
আজকে যে গেমসটি নিয়ে লিখতে বসেছি সেটি হল একটি ক্রিকেট গেমস। গেমসটি ক্রিকেট প্রেমীদের কাজে লাগবে মনে হয় 😛
Nautilus Mobile কোম্পানীর তৈরীকৃত এই গেমসটির সাইজ মাত্র ৭৭ মেগাবাইট। তারা এই গেমসটি সর্বশেষ আপডেট করেছে সেপ্টেম্বরের ২৬ তারিখ। এই আপডেটে নিয়ে এসেছে নতুন কিছু পরিবর্তন। যার বিস্তারিত দেখতে পারবেন এখানে।
আজ এপর্যন্তই থাক। সামনে দেখা হবে নতুন আরেকটি পর্ব নিয়ে ইনশাআল্লাহ্। আর কোন সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন।
সৌজন্যেঃ File71.com| যেকোন প্রকার Paid APK Apps অথবা APK Games এর জন্য ভিসিট করতে পারেন আমার সাইটে।
আমি কলিমদ্দি দফাদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 73 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কাউকে দূর থেকে ভালবাসাই সব থেকে পবিত্র ভালবাসা। কারন, এ ভালবাসায় কোন রকম অপবিত্রতা থাকে না, কোন শারিরীক চাহিদা থাকে না। শুধু নীরব কিছু অভিমান থাকে, যা কখনো কেউ ভাঙায় না Status from: Maasranga Tv Live
Nyc……….