আসসালামু আলাইকুম। সুপ্রিয় টেকটিউনবাসী, টিউনের শুরুতে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক মোবারকবাদ। আমি রেগুলার টিউন না করলেও টেকটিউনের সাথে থাকি সব সময়। আজকের টিউনে আমি আপনাদের সাথে একটি কাজের এন্ড্রয়েড এপ্লিকেশন শেয়ার করবো। এটি এত গুরুত্বপূর্ণ আমার কাছে কিন্ত টেকটিউনে এটি খোঁজ করে কিছু না পেয়ে ভাবলাম এন্ড্রু প্রেমীদের জন্য এটা কতনা দরকার। নাম Advance Download Manager Pro. . এন্ড্রয়েডের জন্য অনেক ডাউনলোড ম্যানেজার আছে কিন্তু অন্য ডাউনলোড ম্যানেজারগুলো আমাকে সন্তুষ্ট করতে পারেনি, কারন কোন লিনক pause অবস্থায় যদি ডেথ হয়ে যায় তাহলে নতুন করে রিস্ট্রাট দিতে হত, না হয় কেন্সেল দিতে হত।
কিন্তু এই এপটা দিয়ে আপনি সহজেই লিনক এডিট করতে পারবেন। নতুনদের জন্য সহজে বুঝিয়ে বলছি,,,,,
ধরুণ, আপনার একটা ফাইল ১০০ এমবি। ৮০ এমবি ডাউনলোড হওয়ার পর লিনক ডেথ কিংবা কোন কারনে রিজিউম হচ্ছেনা, সেই ক্ষেত্রে নতুন করে সেই ফাইল ডাউনলোড করুন। ডাউনলোড স্ট্রাট হলে সেই ফাইলটার লিনক কপি করে পুরানো ফাইলটাতে রিপ্লেস করে দিন। এবার আপনি আগের ৮০ এমবি থেকে রিজিউম করতে পারবেন।
স্ক্রিনসটের প্রয়োজন আছে বলে মনে করতেছিনা। আগে ট্রাই করে দেখুন যদি না বুঝেন কমেন্ট এ জানান প্রয়োজনে এডিট করে স্ক্রিনশট দিয়ে দিব।
ডাউনলোড
মন চাইলে আমার সাদামাটা সাইটটা দেখতে পারেন, হয়ত কিছু চমক আপনার জন্যই অপেক্ষা করছে।
আপনাদের আগমনে ধন্য হব,,,,
আমি নাছের মিয়াজী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 38 টি টিউন ও 302 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আইনের মানুষ, প্রযুক্তির মানুষ, ইসলাম কে ভালোবাসি।
অনেক ধন্যবাদ……
শেয়ার করার জন্য ।