গেম খেলার জন্য Android এর মত friendly platform অনেক কমই আছে বলে আমি মনে করি । এইটা বলছি বইলা আবার কেউ "sony playstation" টাইনা আইনেন না । আসলে Android অ্যাপ্লিকেশন এবং গেম এত অ্যাভেলেবল হয়ে গেছে যে , গুগল মামার মত যেকোনো কিছু লিখে প্লে স্টোর এ সার্চ দিলেই তা পাওয়া যায় । কিন্তু এত সব অ্যাপ্লিকেশন এর ভিড়ে ভাল পেইড অ্যাপ্লিকেশন পাওয়া আমাদের পক্ষে সম্বভ হয় না । কেননা আমার মত অনেকর 4-5 ডলার দিয়ে কোন অ্যাপ্লিকেশন কিনার ক্ষমতা নেই । কিন্তু তাতে কী হইছে ! হ্যাকার ভাইয়েরা আছে না । তারা ঠিক এ ফ্রী তে পেইড অ্যাপ্লিকেশন গুলো আমাদের দিবে । একটা বিষয় খেয়াল করেন যদি এমন হতো - পেইড কোনও অ্যাপ্লিকেশন Tk দিয়া কেন ছাড়া ইউজ করা যাবে না । তাহলে আমর -আপনার কতই না আফসোস থাকতো ওই অ্যাপ্লিকেশন গুলার উপর । যেমন এখন আফসোস হয় "Samsung galaxy note 4" এর জন্য । ঠিক এমনি "Touchgrind BMX" এই গেম টা যারা খেলসেন কিন্তু বেশিদুর এগিয়ে যেতে পারেন নি -money বা লেভেল লক থাকার কারণে তাদের জন্য আমার এই পোস্ট । আর কথা বাড়াতে চাই না । ছোট্ট একটা গেম নিয়ে অনেক কথা বলে ফেললাম ।
গেমটির Apk ফাইল ডাউনলোড করুন এখান থেকে
গমেটির OBB ফাইল ডাউনলোড করুন এখান থেকে
ডাউনলোড হয়ে গেলে apk ফাইল টি আপনার মোবাইল এ ইন্সটল করুন
ইন্সটল হয়ে গেলে জিপ ফাইল টি উংজিপ করে obb ফাইল টিকে আপনার এসডি কার্ড এর android ফোল্ডার এর ভিতরে obb নামে একটি নতুন ফোল্ডার তৌরী করে সেখানে রাখুন । এইবার মোবাইল রিস্টার্ট দিয়ে গেম টি ওপেন করুন আর খেলুন মজা করে ।
পোস্ট সম্পর্কে :::
আমার পোস্ট টিতে বানান ভুল হতে পারে । একটু কস্ট করে বুঝে নিবেন । এই পোস্ট সম্পর্কে কোনও কিছু বলার থাকলে টিউনমেন্ট এ জানবেন ।
আমার সাথে যোগাযোগ করতে পারেন ।
আমি zealous khokon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি টেকনোলজি কে ভালবাসি । ভালবাসি টেকনোলজি এর সাথে সময় কাটাতে । নিজে যেটুকু জানি তা জানতে চাই অন্যকে ।
ভাল