এনড্রয়েড গেম “গণিতের খেলা” ফ্রি ডাউনলোড করুন।

Math Puzzle

আমি চিরকালই লেখালেখিতে তেমন একটা ভাল না। কোন লেখার টাইটেলও ভালভাবে দিতে পারিনা। তারপরও লিখতে আগ্রহবোধ করছি এবং প্রবল আগ্রহকে চেপে না রেখে লিখছি।

একটি এনড্রয়েড গেম । দেখতে খুবই সাধারণ । খেলতেও সহজ। তারপরও সারা বিশ্বের প্রায় ১০০ মিলিয়ন মানুষ  প্রবল আসক্তি প্রকাশ করেছে । গেমটির সোর্স কোর্ড উম্মুক্ত। তাই আমি (নতুন  অ্যাপস ডেভেলাভপার)  গেমটির সোর্সকোর্ড কিছুটা পরিবর্তন করে আমার মতো করে গুগল প্লে স্টোরে পাবলিশ করেছি। । অবশ্য গেমটি খুবই সাধারণ।  তবে ধীরেধীরে গাণিতিক যুক্তি প্রয়োগ করে খেলতে হয়।

কিভাবে খেলতে হবে --

গেমটির গ্রীডে ১৬টি সেল আছে। প্রতিবার সুইপ করার ফলে একটি করে টাইলস জন্ম নেবে। টাইলসগুলিকে ডানে বামে বা উপরে নীচে সরানো যাবে। একই জাতীয় টাইলসগুলিকে একটি্র উপর অপরটি টেনে এনে ফেললে একটি নতুন টাইলস জন্ম নেবে। এভাবে খেলাটি চলতে থাকবে। যেমন ২+২=৪ , ৪+৪=৮ ..... ১০২৪+১০২৪=২০৪৮ হবে। অর্থাৎ প্রতিটি টাইলসকে নম্বর দিয়ে চিহ্নিত করা হয়েছে। গেমটির উপরের দিকে ডানে স্কোরবোর্ড এবং সর্বোচ্চ স্কোর দেখানো হয়। গেমটি খেলতে খেলতে আপনি আপনার গণিতের সাধারণ যুক্তি আপনার নিজের অজান্তেই প্রয়োগ করবেন আর খেলাটি এগিয়ে যাবে। একসময় খুব অল্পচালে আপনি আপনার কাঙ্খিত লক্ষ্যের পৌঁছে যাবেন। ও হ্যাঁ আপনার কাঙ্খিত লক্ষ্য হলো ২০৪৮ নম্বর টাইলস এ পৌঁছানো।

এই গেমটিকে ব্যবহার করে ছোট বাচ্চাদের জন্য তৈরী করেছি আরো দুটি গেম যা বড়রাও সহজে এবং যুক্তিভিক্তিক ও শিক্ষামূলক গেম হিসেবে খেলতে পারেন।

এছাড়াও আমার তৈরী এনড্রয়েড অ্যাপসগুলি হচ্ছে

আমি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা হিমালয় কন্যা হিসেবে সুপরিচিত পঞ্চগড় জেলার বাসিন্দা। অবকাঠামোগত সুবিধা যেমন বিদ্যুৎ সংকট, ইন্টারনেটের গতি মন্থর, সাহায্য করার মতো বা মনোবল বাড়ানোর মতো লোকের অভাব .... তাই একলা চল নীতি অবলম্বন করে চেষ্ঠা করে যাচ্ছি। আশা করি আপনাদের পরামর্শে ও সহযোগীতায় একদিন সফল হব ইনশাল্লাহ।

আমি বাংলাদেশের জাতীয় ও শিশুদের বিষয় নিয়ে কয়েকটি অ্যাপস তৈরীর কাজ হাতে নিয়েছি । আশা করি খুব শিঘ্রই আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ।

আমার টিউনসমুহঃ

টেকটিউনস এর সাথে সার্বক্ষণিক থাকতে নিয়ে নিন এনড্রয়েড অ্যাপস-টেকটিউনস।

“সরল অংকের খেলা” এনড্রয়েড গেম ফ্রি ডাউনলোড করুন।

 

Level 0

আমি এ জি এম রুবেল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 94 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস