অ্যান্ড্রয়েড ব্যবহার কারিরা GravityBox দিয়ে মনের মত সাজান

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজ অ্যান্ড্রয়েড রুট ব্যবহার করেন তাদের জন্য সুন্দর একটি Application উপহার দিব যার মাধ্যমে আপনারা সহজেই মোবাইলকে বিভিন্ন আংগিকে সাজাতে পারবেন । এ Application এর মাধ্যমে Statusbur এ ইন্টারনেটের ব্রাউজ ও ডাউনলোড স্পিড দেখতে পারবেন ও নেটওয়ার্ক এর রং, ঘড়ির রং ব্যাটারীর রং প্রভিতি পরিবর্তন করতে পারবেন । GravityBox এর সাহায্যে Navigation বারে ব্যাকগ্রাউড পরিবর্তন করে নিজের ছবি দিতে পারবেন । একটি চিত্র দেওয়া হলঃ

Navigation বারের বিভিন্ন সেটিংস পরিবর্তন করতে পারবেন । আরো অনেক অনেক সুবিধা পাবেন । GravityBox ইন্সটল প্রক্রিয়া বলছিঃ অ্যান্ড্রয়েড মোবাইলটি অবশ্যই রুট থাকতে হবে । এরপর GravityBox টি জেলিবিনের জন্য এখান থেকে এবং কিটকেটের জন্য এখান থেকে ডাউনলোড করে নিন । তারপর Xposed Installer টি এখান থেকে ডাউনলোড করে নিন । এটি ইন্সটল করুন । ইন্সটল করার পর এটি ওপেন করে Framework এ ক্লিক করে Install/Update
করুন এরপর অ্যান্ড্রয়েড মোবাইলটি রিবোট(Reboot) করুন । আবার Xposed Installer টি ওপেন করুন এখন Modules ওপেন করে GravityBox এ টিক চিহ্ন দিন । এরপর আবার অ্যান্ড্রয়েড মোবাইলটি রিবোট(Reboot) করুন । এখন GravityBox ওপেন করে সেটিংস গুলো পরিবর্তন করুন ।
ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্তই ।
সময় হলে এখান থেকে ঘুরে আসতে পারেন ।
আল্লাহ হাফেজ । ভাল থাকবেন ।

Level 3

আমি কায়ছারুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 67 টি টিউন ও 221 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Student


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস