আপনার এন্ড্রয়েডের জন্য “বাংলা ভয়েস ক্লক” বাংলাতে সময় বলাতে পারবেন ২৪ ঘণ্টায় প্রতি মিনিটে। বাংলাদেশের প্রথম বাংলা ভয়েস ক্লক!

আসসালামু আলাইকুম,

"এখন সময় রাত নয়টা ত্রিশ মিনিট"

কেমন আছেন সবাই? আশারাখি ভালই আছেন।

আমি আমার মোবাইল ব্যবহারের শুরু থেকেই সিম্বিয়ানের ভক্ত ছিলাম। এই টিটিতে সিম্বিয়ানের জন্য কয়েকটি টিউন ও করেছিলাম। কিন্তু স্মার্ট ফোনের এই যুগে এন্ড্রয়েড ছাড়া চলা মুশকিল। (*আমার জন্য) তাই দেড় বছর যাবৎ এন্ড্রয়েডের সাথেই পথ চলা।

এখন কথা হল এই এন্ড্রয়েডের জন্য বাংলা ভয়েস টকিং ক্লক নেটে অনেক খুজা খুজি করেছি কিন্তু কোন সফ্ট পাইনি। যা পেয়েছি সবই ইংরেজী নয়তো অন্য ভাষায়। তাই নিজেই মাঠে নেমে পড়লাম একটা বাংলা টকিং ক্লক তৈরীতে। আলহামদুলিল্লাহ, তৈরী হয়েগেল বেস্ট এন্ড অল রাউন্ডার “বাংলা ভয়েস ঘড়ি” এটা শুধু কথা বলা ঘড়িই নয় বরং এলার্ম ঘড়ির কাজেও ব্যবহার করা যাবে। সাথে থাকছে ইচ্ছামত কাস্টমাইজ করার অপশন্স।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

কী কী সুবিধা থাকছে ঘড়িটিতে? আসুন দেখেনেই সংক্ষিপ্তাকারে ।

  • বাংলাতে অটোমেটিক সময় বলে দেবে।
  • ২৪ ঘণ্টার প্রতি মিনিটে সময় বলে দিতে সক্ষম।
  • সময় বলার আগে আপনাকে সালাম দিবে।
  • নির্দিষ্ট সময় চাইলে সময় বলা বন্ধ রাখতে পারবেন।
  • সর্বোচ্চ কাষ্টমাইজেশন সুবিদা।
  • এটি এর্লাম ঘড়ি হিসেবেও ব্যবহার করতে পারবেন।
  • আমার জানামতে এটি বাংলাদেশের প্রথম বাংলা টকিং ক্লক ( আপনার জানা অন্য কোন বাংলা টকিং app থাকলে আমাকে জানাবেন)
  • জিঞ্জার ব্রেড সহ সকল ভার্সনেই সার্পোটেড।
  • শুরুতে আপনার ইচ্ছামত সাউন্ড যুক্ত করতে পারবেন।

এছাড়াও এতে আরেো অনেক সুবিধা আছে । ব্যবহার করলেই বুঝতে পারবেন । আসুন এবার কিছু ব্যবহার  নিয়ম নীতি দেখে নেই।

  • কত মিনিট পরপর সময় বলবে তা নির্ধারণ করুন >সেটিংস>মুল সেটিং> মিনিট অন্তর অন্তর সময় বল> (১-৫৯ মিনিট পর্যন্ত) আমি দিলাম ৩০ মিনিট।

  • মেনুয়ালি সময় শুনতে হলে নীচের চিহ্নিত বাটনে টাপ করুন।

  • এখন কথা হল প্রতিবার সালাম শুনতে শুনতে হয়তো বিরক্তবোধ হতে পারে তাই এটি বন্ধ করতে নীচের সেটিং করুন। সেটিংস/স্পিকিং ক্লক সেটিং > এ গিয়ে “শুরুতেই সংকেত প্লে করুন” হতে ঠিক চিহ্নটি উঠিয়ে দিন।

এখানে কন্ঠ প্রদান করেছি আমি। আপনি যদি চান আপনার নিজের কন্ঠ যুক্ত করতে অথবা আপনার পরিচিত কারও কন্ঠ যুক্ত করতে তাহলে যোগাযোগ করতে পারেন ফেসবুকে অথবা app টির এবাউট (app টির সর্ম্পকে) অপশনটি দেখুন। ফেইসবুকে আমি

ধন্যবাদ আপনার মূল্যবান সময় নষ্ট করে টিউনটি পড়ার জন্য। কেমন হল জানিয়ে টিউমেন্টস করতে ভুলবেন না।

Level 0

আমি মনীরুল আমীন আল-মুশতাক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 119 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এ পার ভেঙ্গে ওপার গড়া এইতো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধা বেলা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই কিছুই বুঝি না দয়া করে ঠিক করেন।

ঠিক করা হয়েছে। ধন্যবাদ কমেন্ট করার জন্য।

মনীরুল আমীন আল-মুশতাক ভাইকে অনেক ধন্যবাদ। APP টি খুব ভাল লেগেছে। অগামীতে আরও সুন্দর APP আশা করছি।

Level 0

আসছালামুআলাইকুম, ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আমি এই বাংলা ভয়েস ক্লক এন্ড্রইড মোবাইলের জন্য অনেক দিন থেকে খুজতেছিলাম। আজকে পেলাম। আপাকে অনেক ধন্যবাদ এবং আপনার জন্য দোয়া করি যে আপনি আরো ভাল কাজ আমাদের কে উপহার দিতে পারেন। এর আগে সিম্বিয়ান মোবাইলে আপনার বাংলা ভয়েস ক্লক সফ্ ট য়্যর টি ব্যবহার করেছি। অনেক ভাল লাগছে।

আমি অনেক আগে আপনাকে এই Apps তৈরি কথা বলে ছিলাম ফেইসবুকে কোন এক টিউমেন্টে…। @ অনেক ভাল লাগল বাংলা ভয়েস ক্লক টি আর আমি আপনাকে আজ ফেসবুকে ১টি মেসেজ দিয়েছি উত্তর দিবেন @ ধন্যবাদ আপনার থেকে আরো বাংলা কিছু Apps চাই, এগিয়ে যান।

    @হোছাইন আহম্মদ: ভাল লাগল শুনে আমারও খুব ভাল লাগল। আর হে ফেসবুকে রিপ্লাই দিয়েছি কিন্ত। ইনবক্স চেক করুন। ধন্যবাদ

Level 2

Valo 1ti tune

vai, link kaj korche na…

দারুন এপ.. ভয়েস চেঞ্জ করার অপশন থাকলে ভালো হতো

vaia pc te jerokom kontho daoa ace.serokom kontho dile khub valo hoto.