আসসালামু আলাইকুম,
"এখন সময় রাত নয়টা ত্রিশ মিনিট"
কেমন আছেন সবাই? আশারাখি ভালই আছেন।
আমি আমার মোবাইল ব্যবহারের শুরু থেকেই সিম্বিয়ানের ভক্ত ছিলাম। এই টিটিতে সিম্বিয়ানের জন্য কয়েকটি টিউন ও করেছিলাম। কিন্তু স্মার্ট ফোনের এই যুগে এন্ড্রয়েড ছাড়া চলা মুশকিল। (*আমার জন্য) তাই দেড় বছর যাবৎ এন্ড্রয়েডের সাথেই পথ চলা।
এখন কথা হল এই এন্ড্রয়েডের জন্য বাংলা ভয়েস টকিং ক্লক নেটে অনেক খুজা খুজি করেছি কিন্তু কোন সফ্ট পাইনি। যা পেয়েছি সবই ইংরেজী নয়তো অন্য ভাষায়। তাই নিজেই মাঠে নেমে পড়লাম একটা বাংলা টকিং ক্লক তৈরীতে। আলহামদুলিল্লাহ, তৈরী হয়েগেল বেস্ট এন্ড অল রাউন্ডার “বাংলা ভয়েস ঘড়ি” এটা শুধু কথা বলা ঘড়িই নয় বরং এলার্ম ঘড়ির কাজেও ব্যবহার করা যাবে। সাথে থাকছে ইচ্ছামত কাস্টমাইজ করার অপশন্স।
এছাড়াও এতে আরেো অনেক সুবিধা আছে । ব্যবহার করলেই বুঝতে পারবেন । আসুন এবার কিছু ব্যবহার নিয়ম নীতি দেখে নেই।
এখানে কন্ঠ প্রদান করেছি আমি। আপনি যদি চান আপনার নিজের কন্ঠ যুক্ত করতে অথবা আপনার পরিচিত কারও কন্ঠ যুক্ত করতে তাহলে যোগাযোগ করতে পারেন ফেসবুকে অথবা app টির এবাউট (app টির সর্ম্পকে) অপশনটি দেখুন। ফেইসবুকে আমি
ধন্যবাদ আপনার মূল্যবান সময় নষ্ট করে টিউনটি পড়ার জন্য। কেমন হল জানিয়ে টিউমেন্টস করতে ভুলবেন না।
আমি মনীরুল আমীন আল-মুশতাক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 119 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এ পার ভেঙ্গে ওপার গড়া এইতো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধা বেলা।
ভাই কিছুই বুঝি না দয়া করে ঠিক করেন।