আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
প্রযুক্তি আমাদের এত সহজ করে দিচ্ছি দিন দিন, আমরা সবাই কম বেশি shareit app টির সাথে পরিচিত। মোবাইল থেকে মোবাইল কোন Apps নিতে হলে shareit app কোন জুড়ি নেই, বেশির ভাগই Android User এই shareit app ব্যবহার করেন তার একমাত্র কারন অনেক দ্রুত File Send হয়। তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে পিসিতে Android এবং Android থেকে পিসিতে কিভাবে ফাইল সেন্ড / ভিডিও সেন্ড করতে হয় তার নিয়ম, তার আগে আপনি পিসির জন্য এখান থেকে shareit app টি ডাউনলোড করুন তারপর আপনার কাছে যদি Android এর জন্য shareit app না থাকে এখান থেকে ডাউনলোড করে নিন।
কাজের ধারাঃ
ল্যাপটপ এর জন্য ব্যবহার নিয়মঃ
প্রথমে ডাউনলোড করে চালু করুন তাহলে নিচের মত দেখা যাবে।
আপনি যদি আপনার মোবাইলে কিছু পাঠাতে চান তাহলে Send এ ক্লিক করুন আর যদি মোবাইল থেকে কিছু নিতে চান তাহলে Receive বাটনে ক্লিক করুন।
আমরা পিসি থেকে মোবাইল এ কিছু পাঠাবো সেজন্য আমরা Send বাটনে ক্লিক করব, তাহলে নিচের মত আসবে।
এখন Select Files বাটনে ক্লিক করে একটি Apps সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন । তাহলে আপনি আপনার সেটের নাম দেখতে পাবেন ।
এবার নামের উপর ক্লিক করুন। তাহলে আপনার Send করা Apps টি আপনার মোবাইলে চলে যাবে।
একই নিয়মে আপনি আপনার Android মোবাইল থেকে ল্যাপটপ/পিসিতে ফাইল Send করতে পারবেন।
বিঃদ্রঃ উপরের নিয়মে কাজ করতে হলে আপনার মোবাইলে/ল্যাপটপে Wifi Connection থাকতে হবে।
ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
ভাই wifi ছাড়া পিসি টু পিসি ফাইল শেয়ার করার কোন way আছে কি? কিছু থাকলে শেয়ার করুন