আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আমরা অসাবধান বশতঃ ভুল করে কিছু কিছু ফাইল delete করে দেই, বা অন্য বন্ধু না জেনে delete করে দিল কিন্তু delete করার পর মনে হয় delete করা ভুল হইছে। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম পিসির মত ১টি Apps এই Apps দিয়ে আপনি delete করা File উদ্ধার করতে পারবেন।
কাজের ধারাঃ প্রথমে এখান থেকে Apps টি ডাউনলোড করে install করুন।
তারপর চালু করুন। এবার দেখবেন আপনার ডিলেট করা গান/ছবি/ভিডি দেখতে পাবেন।
এবার যেটি ডিলেট করেছেন সেটি সিলেক্ট করে Restore বাটনে ক্লিক করুন তাহলে ফাইলটি যে জায়গা থেকে ডিলেট করা হয়েছে সেখানে চলে যাবে।
ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
Thanks.