আপনারা সকলেই কেমন আছেন ? আসা করি মহান আল্লাহর রহমতে ভাল আছেন । আজ আমি একটি অ্যান্ড্রয়েড App শেয়ার করছি APK Editor Pro তাও আবার প্রো-ভার্সন । এটি দিয়ে আপনি সহজেই Apk ফাইল ইডিট করতে পারবেন । এটি ব্যবহার তেমন কঠিন কাজ নয় । তবু কয়েকটি ছবি দিচ্ছি যা দেখে সহজেই App ইডিট করতে পারবেন । প্রথমে App টি ওপেন করুন এরপর Select an Apk File ওপেন করুন । নিচের চিত্রের মত ঃ
তারপর Resource ওপেন করুন । নিচের চিত্রের মত ঃ
এখন Drawable ওপেন করলে আপনি Apk ফাইলের পিকচার, এবাউট, লিঙ্ক ইত্যাদি পরির্বতন করতে পারবেন ।
এরপর Save করে বের হয়ে আসেন এবং ইন্সটল করুন । APK Editor Pro ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করেন । ভুল হলে ক্ষমার চোখে দেখবেন । ভাল থাকবেন । আল্লাহ হাফেজ
আমি কায়ছারুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 67 টি টিউন ও 221 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Student
ধন্যবাদ শেয়ার করার জন্য