আশাকরি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আমরা অনেকে Android ফোনে মেগাবাইট দিয়ে কথা বলার জন্য বিভিন্ন জনে বিভিন্ন ধরনের Apps ব্যবহার করি আমি কিন্তু viber, fring, skype, Tango, Line, Wechat, আর কত কি Apps ব্যবহার করেছি বা করছি কিন্তু আজ এক বন্ধুর থেকে Apps টা নিয়ে কথা বলে দেখি দারুন কথা বলা যায় লাইন ক্লিয়ার অন্যান্যা Apps থেকে এই Apps টি কথা বলার জন্য ভাল লেগেছে তাই আপনাদের মাঝে শেয়ার করা ইনশাআল্লাহ এক এক করে Android এর ১০০ তম মজার পর্ব হাজির হব আপনাদের সামনে।
তাহলে আর দেরি না করে এখান থেকে Apps টি ডাউনলোড করে নিন। আর আরামচেয়ে কথা বলুন। আর হ্যাঁ যার সাথে কথা বলবেন তারাও কিন্তু Apps টি থাকতে হবে।
ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।