এন্ড্রয়েড গেম পাগলদের জন্য নিয়ে এলাম চরম একটি একশন গেম Samurai II: Vengeance

আসসালামু আলাইকুম! কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর ভালো না থাকলেও এখন ভালো হয়ে যাবেন কারণ আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমার খেলা সবচাইতে মজার এবং প্রিয় একটি গেমস।

প্রথমেই বলে রাখি গেমটি আগে কেউ দিয়ে থাকলে ক্ষমা নিজ গুনে ক্ষমা করে দিবেন।

গেমটির নামঃ Samurai II: Vengeance

চমৎকার একশন এবং রোমাঞ্চকর ৮টি স্টেজ সংবলিত এই গেমস। আরো আছে আপনার স্কোর খরচ করে বিভিন্ন একশন ক্রয় করার সুবিধা। নীচে কিছু স্ক্রিন শর্ট দিলাম কষ্ট করে দেখে নিন।

গেমটি ডাউনলোড করতে এখান ক্লিক করুন। সাইজঃ মাত্র ৪১এমবি
আশা করি গেমটি সবার ভালো লাগবে।
কোনো সমস্যা হলে জানাবেন।

আশ্চর্য হলেও সত্যি যে আমি একজন সাধারণ গার্মেন্টস কর্মী, টিউন করার মত সময় বা অভিজ্ঞতা কোনোটাই নেই। তারপরেও আপনাদের দোয়ায় আমি একটা ছোট ব্লগ সাইট ক্রিয়েট করেছি। সাইটটি দেখতে এখানে ক্লিক করুন। কিন্তু সাইটটা কিভাবে সাজাবো বুঝতে পারছি না, দয়া করে কোনো একজন এই বিষয়ে একটা টিউটোরিয়াল দিলে অনেক উপকার হত।

সর্বপরি সবাইকে খোদা হাফেজ। আবার দেখা হবে অন্য কোনোদিন, অন্য কোনো টিউন নিয়ে।

Level 2

আমি অস্থির পোলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বলার কিছুই নেই। আমার সাধারণ একজন মানুষ, চেস্টা করি সবাইকে খুশি রাখতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার টিউনে ডাউলোড করার জন্য সরাসরি লিংক না থাকায় টিউনটি স্থগিত হয়েছে।

টেকটিউনসের মান, ধারা ও সুষ্ঠুতা বজায় রাখার জন্য টেকটিউনসে টিউনার ও টিউমেন্টর দের টিউন ও টিউমেন্ট করার জন্য রয়েছে একটি সুনির্দিষ্ট, সচ্ছ ও সুশৃঙ্খল নীতিমালা- টেকটিউনস নীতিমালা। টেকটিউনসে টিউন করার প্রথম শর্ত হচ্ছে টেকটিউনস নীতিমালার প্রতিটি নীতি স্পষ্ট ভাবে বোঝা ও বোধগম্য হওয়া, নীতিমালার প্রতিটি নীতি অনুধাবন করা ও অনুসরণ করা এবং টিউনে তা বজায় রাখা।

যেহেতু টেকটিউনসের সুষ্ঠু নীতিমালার আলোকে টিউন স্থগিত করা হয় তাই টিউনার নীতিমাল ভঙ্গ করলে কারণ দর্শানো হয় না বরং টেকটিউনস নীতিমালার এক বা একাধিক শর্ত ভঙ্গ করা হলে প্রথমত Soft Reject এবং এরপর Hard Reject নীতি অনুসরণ করা হয়। টেকটিউনস নীতিমালা সম্পর্কে আরও জানতে, কেন এবং কী প্রক্রিয়ায় একটি টিউন স্থগিত হয় এবং কী কী বিষয় গুলো অনুসরণ করলে টিউন স্থগিত হবে না তা জানতে ‘টেকটিউনস সজিপ্র’ এর “টেকটিউনস নীতিমালা অংশটি” মনোযোগ সহকারে পড়ুন।

ধন্যবাদ আপনাকে।

    Level 2

    @টেকটিউনস: লিঙ্ক ঠিক করে দেয়া হয়েছে।

Level 0

ভাই, আপনার এই প্রচেষ্টার জন্য আমি আপনাকে সেলুট জানাই।
ধন্যবাদ

    Level 2

    @EngrArif: আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।

ধন্যবাদ

    Level 2

    @সারোয়ার হোসেন: আপনাকেও ধন্যবাদ!

ভাল লাগলো

    Level 2

    @মুন্না: থ্যাঙ্কস ভাইয়া