অনেক তো ডাউনলোড করেছেন ইউটিউব ভিডিও কম্পিউটার থেকে। কিন্তু লক্ষ্য করলাম অ্যান্ড্রয়েড আমাদের বেশিরভাগ ইন্টারনেট ব্যবহারকারীর জীবনের সঙ্গী। কারো পিসি নেই, আবার কারো পিসি থাকা সত্ত্বেও হাতের স্মার্টফোনেই বেশি সময় কাটানো হয়। যাই হোক। আজ পিসি থেকে ইউটিউব ভিডিও ডাউনলোডের পায়তারা নয় আজ তরিকা দিচ্ছি আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকেই ইউটিউব ভিডিও ডাউনলোড করার সহজ উপায়। ভিডিও হলেই তো হল না আপনি পারবেন সেই ইউটিউব ভিডিও যেকোন ফরম্যাটে ডাউনলোড করতে। আর সোশ্যাল সাইটে শেয়ারিং এর সুবিধা তো থাকছেই। আর অ্যান্ড্রয়েডে এরকম মহা মহা কাজ করা সম্ভব শুধুমাত্র অ্যাপসের বদোউলতে। অ্যাপস ছাড়া অ্যান্ড্রয়েডই যেন খেলনা মোবাইল। আর তাই অ্যান্ড্রয়েড অ্যাপসের বাহিরে গিয়ে আমরা বেশিদূর দৌড়াতে পারবনা। আজও তেমন। শেয়ার করছি একটি ছোট সাইজের অ্যান্ড্রয়েড অ্যাপস। আর যা দিয়ে যেকোন ইউটিউব ভিডিও ডাউনলোড করে ফেলুন যেকোন ফরম্যাটে। ব্যবহার তো একদম সোজা। ও হো! অ্যাপসের নামটাই কিন্তু বলা হয়নি এখনও। আর আমি এখনই ডাউনলোড লিংক দিতে যাচ্ছিলাম। অ্যান্ড্রয়েডের এই অ্যাপসটির নাম Videoder ।
কিন্তু ব্যবহার করব কিভাবে? পানি যেভাবে সহজে খেতে পারেন। এটি ব্যবহারও তেমনি সোজা। প্রথমে ডাউনলোড করে নিন, তারপর শুধু অ্যাপসটি চালু করেই ইউটিউবের যে ভিডিও ডাউনলোড করতে চান সেটার নাম দিয়ে সার্চ দিন। রেজাল্ট পেয়ে গেলেই সেটায় ক্লিক করে কোন ফরম্যাটে ডাউনলোড করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিন আর ডাউনলোড হওয়া পর্যন্ত ঘুম পাড়ুন। ব্যাস, ডাউনলোড শেষ হয়ে গেলে ঘুম থেকে উঠে উপভোগ করুন ভিডিওটি। ঘুম পাড়ার কথা বললাম এজন্য যে আমরা বিশেষ করে কচ্ছপ গতির ইন্টারনেট ব্যবহারকারীরা কখনই ঘুম পাড়া ছাড়া কোন দিন কিছু ডাউনলোডের কথা চিন্তাই করতে পারেনা। আর যাদের গতি হেব্বি ফাস্ট তাদের ঘুম পাড়ার কোন দরকার নাই। ডাউনলোড লিংক না দিয়ে মজা করা শুরু করছি। এর আগে আমি শুধু প্লে স্টোরের ডাউনলোড লিংক দিতাম আর এজন্য অনেক ভাই ব্রাদারের প্যাচাল শুনছি। প্যাচাল শোনার দিন শেষ। দিন বদলাইছে না? এইবার দিলাম গুগল প্লে ছাড়াও পুরা ডাইরেক্ট লিংক। ক্লিক করাতেই শুরু ডাউনলোড। দেখি এবার কে চিল্লাচিল্লি করে।
যার যেটা লিংক ভালো লাগে ডাউনলোড করে নেন। আমার জন্য দোয়া করবেন। আমার প্রি টেস্ট পরীক্ষা চলছে। তবুও আমি প্রতিদিনের মত অনলাইনে! আর আমার প্যাচাল ট্যাচাল সবসময় ক্ষমার চোখেই দেখবেন। আমার ব্লগ টা থেকে ঘুরে আসবেন । ধন্যবাদ
আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com
কাজের অ্যাপ ।
অনেক ধন্যবাদ।