প্রয়োজনীয় অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ও ব্যবহার [পর্ব-১৩] :: Percentage Calculator সবার জন্য দরকারী একটি অ্যাপ!

দৈনিক আমাদের যেকোন হিসাব এর জন্য শতকরা বা Percentage হিসবা দরকার হয়। তাই আমি আপনাদের জন্য এই ছোট্ট ক্যালকুলেটরটি তৈরী করলাম। এই অ্যাপটি সহজে যেকেউ ব্যবহার করতে পা্রবে। শুধুমাত্র যে amount এর উপর Percentage বের করতে হবে তা এবং কত Percent তা ইনপুট দিন অতপর Calculate বাটনে প্রেস করুন। ব্যাস! আপনাকে ফলাফল দেখাবে। এই ক্যালকুলেটরটি সাথে রাখলে যখন তখন যেকোন জায়গায় কাজে দিবে।

Calculation Result এ দু'ধরনের result দেখাবে একটি হল with percentage, ২য় টি  হল without percentage.

[] যে সকল হিসাবে আপনাকে percentage সহ হিসাব করতে হবে তার জন্য with percentage ( যেমন মোবাইল কোম্পানী গুলোর মিনিট বিল যদি ০.৬৮ পয়সা বলে তার সাথে ১৫% ব্যাট সংযুক্ত করা হয়ে থাকে)

[] যেসব হিসাবে আপনাকে Percentage কে বাদ দিয়ে হিসাব করতে হবে তার জন্য  without percentage. (যেমন যখন আমরা বই কিংবা অন্য কিছু কিনতে যাই তখন আমাদের যে percentage ছাড় দিবে তা বাদ দিয়ে হিসাব করতে হয়) এমন সব হিসাবের ক্ষেত্রে without percentage result টি নিবেন।

আশা করি আমার তৈরী এই ছোট্ট অ্যাপটি ব্যবহার করে সবাই উপকৃত হবেন। সবার গঠনমূলক মন্তব্য আশা করছি। ভাল থাকবেন সবাই।

ধন্যবাদ।
Free Download

ফেইসবুকে আমি

আমার সাইট

Level 2

আমি হারুন রশীদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস