আপনি কি সাইটের মালিক? কিন্তু সাইটে ভিজিটর মোটেও আসছে না? যুগান্তকারী সিস্টেম নিয়ে আসলাম। লাখ লাখ ভিজিটর না আসলে কান কেটে ফেলব

সালাম।

আজকে আমি আপনাদের সাথে একটি মজার কিন্তু সিরিয়াস বিষয়ে আলোচনা করব। আপনারা অনেকেই ছোট খাট সাইটের মালিক। কেও বা ব্লগ স্পট কেও বা ওয়ার্ডপ্রেস। এই সাইট থেকে আপনারা  আয় করতে চান। কিন্তু আপনাদের নতুন ভিজিটরই বেশি। যেই ভিজিটর গুলো একবার আসে তারা আবার দ্বিতীয় বার ব্যাক করেনা। কারন কি জানেন, তাদের মধ্যে ৯০ % আপনার এড্রেস জানেনা, কেয়ার করে না। কিংবা আসতে চাইলেও আসতে পারে না।

আপনার সাইটে ৬০% ভিজিটর মোবাইলে আসে। তাহলে এই ৬০% ভিজিটরকে কিভাবে ধরে রাখবেন?

মজার বিষয় হল এর সলুশন খুব সহজ। আপনার সাইটের একটি ছোট্ট মোবাইল এপ বানিয়ে ফেলুন। সেটা হতে পারে এন্ড্রয়েড বা আই ফোনের। যে কোন টি। এর ফলে আপনার সাইট ইউজারদের মোবাইলে থাকবে। আপনার এপে ক্লিক করলেই আপনার সাইটে চলে আসবে। ফলে এড্রেস লেখার প্রয়োজনই পরবে না।

নিম্মে কিছু স্ট্যাটিক্স দিচ্ছি যার মাধ্যমে বুঝা যাবে কিভাবে এই এপ গুলো লাখ লাখ ভিজিটর আপনাকে দিতে পারে

যদি আপনার এপটা ১ লাখ বার ডাউনলোড হয় তাহলে ধরে নিন প্রায় ৯০ হাজার মানুষ আপনার সাইটে প্রতি ঘন্টায় ভিজিট করবে, যা সম্পূর্ণ অকল্পনীয়। কিন্তু এই অকল্পনীয় জিনিস ঘটিয়েছে গুগলের এপ স্টোর।

আমাদের মত ডেভল্পাররা মাসে ১০-১২ লাখ টাকা কামাই করি শুধু মাত্র এই রকম এপ তৈরী করে। তাই বলতে হয় টাকা কামাইতে বুদ্ধি লাগে না। প্রোগ্রামিং শিখা লাগে। 😛

9gag.com এই সাইট কে ছোট বড় সবাই চিনে। এই সাইটের ডেইলি ভিজিট কত জানেন? ৯.৮ মিলিয়ন যাত মধ্যে ৭.৬ মিলিয়ন হল মোবাইল এপসের মাধ্যমে যা গুগল প্লে তে পাওয়া যায়। এই চরম ভিজিটর আসার এক মাত্র কারন হল এপস।

তো ভাই বেসিকটা হচ্চে আপনার সাইটে চরম ভিজিটর আনতে এবং তাদের ধরে রাখতে মোবাইল এপের কোন বিকল্প নেই।

কিভাবে বানাবেন মোবাইল এপ?
সহজ কথায় ডেভল্পার যোগার করেন। কারন এই সব ব্যাপারে ডেভল্পাররাই আপনাকে সাহায্য করতে পারবেন।

খরচ?
পানির সমান।

কিন্তু আমার এই টিউনের মূল উদ্দেশ্য হল একটি সাইট সেরকম ভাবে দাড় করাতে মোবাইল এপ (এন্ড্রয়েড ও আইফোন) এর কোন বিকল্প নেই।

আমার নিজের তৈরি করা একটি এপ যার মাধ্যমে অনলাইনে বাংলাদেশের রেডিও সমূহ শুনা যায়। ডাউনলোড করতে পারেন  ডাউনলোড

ধন্যবাদ।

Level 0

আমি ইফতেখার হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি আপনার থেকে আমার সাইটের একটি এনড্রোয়েড এপ বানিয়ে নিতে চাই , কেমন খরচ পরবে ?? আমার নাম্বার ০১৮৪০০৯৭৩৬৬

valo tune. ekhn holo apps er dunia