আসসালামু আলাইকুম ! কেমন আছেন সবাই আসা করি ভাল,
আজকে আমি আপনাদের দেখাবো কিভাকে আপনার মোবাইলের লক বাটন/পাওয়ার বাটন নষ্ট হওয়ার হাত থেকে কিভাবে বচাবেন?
আসোলে আমরা সারা দিনে ওনেক বার মোবাইল লক,আনলক করি।
যদি সারা দিনে ১০০ বার মোবাইল লক-আনলক করেন তবে আপনার মোবাইলের লক বাটনে ২০০ বার চাপ দিতে হবে আর তাতে মোবাইলের লক বাটন নষ্ট হওয়ার ঝুকি থেকেই যায়। আর বেসিরভাগ মোবাইলের লক বাটনে সমস্যা হয়।
তাই এই app টি নিয়ে নিন আর উপভোগ করুন।
এতে আরও অপশন রয়েছে। এতি হাতে নিয়ে হালকা ঝাঁকা দিলেই মোবাইল লক হয়ে যাবে। অবশ্য আপনার প্রয়োজন অনুসারে সেটিংস্ ঠিক করে নিতে পারেন। এটি অনেক সিম্পল একটি অ্যাপ তাই বেশি কিছু লিখলাম না। আপনি অ্যাপটি ইন্সটল করার পর ওপেন করলে বুযতে পারবেন।
নিচের স্ক্রীন শটস গুলো দেখুন।
পূর্বে এখানে প্রকাশিতঃ- Zugtech
আমি মোঃ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thank you.