আপনার মোবাইলের লক বাটন নষ্ট হওয়ার হাত থেকে বাচান

আসসালামু আলাইকুম ! কেমন আছেন সবাই আসা করি ভাল,
আজকে আমি আপনাদের দেখাবো কিভাকে আপনার মোবাইলের লক বাটন/পাওয়ার বাটন নষ্ট হওয়ার হাত থেকে কিভাবে বচাবেন?

আসোলে আমরা সারা দিনে ওনেক বার মোবাইল লক,আনলক করি।

যদি সারা দিনে ১০০ বার মোবাইল লক-আনলক করেন তবে আপনার মোবাইলের লক বাটনে ২০০ বার চাপ দিতে হবে আর তাতে মোবাইলের লক বাটন নষ্ট হওয়ার ঝুকি থেকেই যায়। আর বেসিরভাগ মোবাইলের লক বাটনে সমস্যা হয়।

তাই এই app টি নিয়ে নিন আর উপভোগ করুন।

এতে আরও অপশন রয়েছে। এতি হাতে নিয়ে হালকা ঝাঁকা দিলেই মোবাইল লক হয়ে যাবে। অবশ্য আপনার প্রয়োজন অনুসারে সেটিংস্‌ ঠিক করে নিতে পারেন। এটি অনেক সিম্পল একটি অ্যাপ তাই বেশি কিছু লিখলাম না। আপনি অ্যাপটি ইন্সটল করার পর ওপেন করলে বুযতে পারবেন।
নিচের স্ক্রীন শটস গুলো দেখুন। :D

1388367290_shakelockc1388367279_shakelockz1388367300_shakelock

download

পূর্বে এখানে প্রকাশিতঃ- Zugtech

Level 2

আমি মোঃ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটাই খুজতেছিলাম থাংকু

হালকা ঝাঁকি লাগলেই লক খুলে যায়, এটিও একটি সমস্যা।

    এখানে মোশন সেটিংস্‌টা ঠিক করে নিলে আর প্রব্লেম হবে না! 🙂 আপনার ইচ্ছা মতো করে নিতে পারেন।

Level 2

আপনাকে ধন্যবাদ এই এ্যপ টির ব্যপারে লেখার জন্য, কিন্তু সমস্যা হল পকেটে রেখে হাটা অবস্থ্য ও এটি আনলক করে আমি এটি ব্যবহার করতাম ,

    এখানে মোশন সেটিংস্‌টা ঠিক করে নিলে আর প্রব্লেম হবে না! 🙂 আপনার ইচ্ছা মতো করে নিতে পারেন।

বশির ভাই, লক হচ্ছে, কিন্তু ঝাঁকি দিলে লক তো খুলছে না। কীভাবে করতে হবে, হেল্প করবেন প্লিজ!

niza try kora dakchan na ke faul post koran . duuur miea

    ভাইয়া আমার হইছে দেইখা আমি দিছি। আপনি সেটিংস্‌ গুলো ভালো ভাবে ফিক্স করেন তাহলেই হবে। 🙂

আমি এটি দীর্ঘদিন যাবত ব্যাবহার করছি। এটি ছাড়া আমি চলতেই পারিনা। এক কথায় অসম।