আমরা যখন ইন্টারনেটের সাথে সংযুক্ত হই তখন আমরা একটি আইপি এর মাধ্যমে সংযুক্ত হই আর এই আইপি হয়ে থাকে বাংলাদেশের ফলে আপনি কোন দেশ থেকে কাজ করছেন তা বা কোন দেশ থেকে কোন সাইট ভিজিট করছেন তা সহজেই যেকউ বুঝতে পারবে। অনেক সময় আমাদের অন্যদেশের সার্ভার হয়ে নেটের সাথে সংযুক্ত হতে হয় বিভিন্ন কাজের জন্য। এমনই একটি সুবিধা হল VPN . যারা এই সম্পর্কে জানেন তারা এতক্ষণে বুঝে উঠতে পেরেছেন। অনেকে কোম্পানী এই সার্ভিস দিয়ে থাকে তাদের মধ্যে প্লে-স্টোরে অনেকে অ্যাপ পাবেন ভিপিএন সার্ভিসের আমি ব্যবহার করছি Astrill VPN.
যারা বুঝতে পারছেন না, তাদের জন্য এককথায় এই অ্যাপদিয়ে যখন আপনি ইন্টারনেটের সাথে সংযুক্ত হবেন তখন আপনি অ্যাপটিতে যে দেশের সার্ভার সিলেক্ট করবেন আপনি সেই দেশের হযেই নেটের সাথে সংযুক্ত হবেন। আপনি যদি এখন বাংলাদেশে হয়ে থাকেন আর যদি আপনি অ্যাপটিতে সার্ভার হিসেবে অ্যামেরিকার কোন সার্ভার সিলেক্ট করেন তবে আপনি অ্যামেরিকার হয়ে নেটে ডুকতে পারবেন। যখন আপনি ফেইসবুক,জি-মেইল ইত্যাদি সাইট কিংবা যেকান সাইটে ডুকবেন তখন আপনাকে অ্যামেরিকার ইউজার হিসাবে ধরবে। ফেইসবুক ফটো ভেরিফিকেশন, নিজের অবস্থান গোপন, সহ অনেক কাজে আসতে পারে VPN সার্ভিস।
যেভাবে ব্যবহার করবেন।
আমি হারুন রশীদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thank u