আমরা অনেকেই জানি ফেইসবুকে দেখাযায় আমাদের মোট মেসেজ সংখা,আমাদের প্রোফাইলের মোট ভিওয়ার সংখা ইত্যদি । এগুলি দেখতে গেলে আমাদের অন্য সাইটের সাহাওতার মাধ্যমে দেখতে হয় যা খুবই বিরক্তিকর । আজ আমি আপনাদের কাছে যে এপ্স টি সেয়ার করবো তার মাধ্যমে আপনি এ সমস্ত কিছু উপভোগ করতে পারবেন। আমার কথা হইতো বা আপনারা বুঝতে পারছেন না । তো চলুন কিছু স্কিনসট দিয়ে আপনাদের দিধা দূর করে দেই।
যে ভাবে কবেন
ডাটা কানেকসন অন রেখে এপ্স টি ওপেন করুন । এবার এখানে ডেস্কটপ ফেসবুক লগিন দেখতে পাবেন। এবার লগিন করুন । লগিন করার পর আপনার ফেইসবুক ভিউ হবে ডেস্কটপ এর মত। যদি না হয়ে মোবাইল ভিউ এর মত হয়। তাহলে পুনরাই লগিন করুন।
এবার ডেস্কটপ ভিউ হলে নিচের চিএ এর মত Active CS এ ক্লিক করুন ।
দেন এবার ফলাফল টা আপনি নিযেই উপভোগ করুন।
সমস্যা ঃ অনেক সময় লগিন করার পর ফেইসবুক মোবাইল ভিউ সো করে ঠিক নিচের চিএ এর এর মত ।
আপনারা যদি এমন সমস্যার সমূক্ষি্ন হন তাহলে TunnelBear এপ্স এর মাধ্যমে আইপি চেঞ্জ করে লগিন করবেন ইনসাআল্লাহ হইয়ে যাবে।
আমি ShaOn Kr। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কোন সমস্যা হলে আমাকে জানাবেন
আমি ফেইসবুকে সবসময় থাকি
আমার আইডি > Mehedi.shaon.12