গান পাগলা এন্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য কিলার এপঃ Spotify

বিশ্বের বৃহত্তম মিউজিক স্ট্রিমিং সার্ভিস `স্পটিফাই` এর নাম হয়ত অনেকেই শুনেছেন।

en.wikipedia.org/wiki/Spotify

সংক্ষেপে, যারা বিভিন্ন  Genere এর updated গান শুনে থাকেন তাদের জন্য, This is the ONE. এজন্যই ৫৬টি দেশে ৪ কোটিরও বেশি সাবস্ক্রাইবার।

সব বড় বড় লেবেলই স্পটিফাই সাপোর্ট করে। সব বিখ্যাত আর্টিস্টদের সেরা সব গান পাবেন। বিভিন্ন টপচার্ট তো আছেই। আ পনি আপনার ইচ্ছামত প্লেলিস্ট তৈরি করতে পারবেন। গান অফলাইনে শোনার জন্য সেভ করে রাখতে পারবেন।

তবে তবে তবে... বাংলাদেশে এর সার্ভিস নাই। এদের ওয়েবসাইটে (https://www.spotify.com) যায়া দেখেন, লেখা আসবে- Spotify is currently not available in your country. তাহলে?? টেকি ভাইরা নিশ্চয় সহজেই আন্দাজ করছেন কি করতে হবে।। হ্যা proxy ব্যবহার করতে হবে। চলুন দেখি ...

১। প্রথমে নিচের  লিঙ্ক থেকে spotify এর apk  ডাউনলোড করুন, ইন্সটল করুন, কিন্ত খুলবেন না।

https://m.spotify.com/int/?group=android

২। এবার নিচের লিঙ্ক থেকে supervpn ইন্সটল করুন।

https://play.google.com/store/apps/details?id=com.jrzheng.supervpnfree&hl=en

৩। SuperVpn খুলে connect এ টাচ করুন।  connect হলে অপসন বাটনে চেপে select location এ যান। এবার লোকেশান হিসেবে united states সিলেক্ট করুন।

৪। এবার spotify খুলে ফেসবুকের মাধ্যমে সাইন ইন করুন।

৫। হারিয়ে যান গানের ভুবনে।

টিপ্সঃ লিরিকের জন্য Musixmatch ব্যবহার করতে পারেন।

শেষ কথাঃ আনলিমিটেড বা হেভি নেট ইউসার না হলে মজা পাবেন না। কারন সব গান লাইভ স্ট্রিমিং হয়।

Level 0

আমি শাফী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Last.fm Pc tay and Mobile Scorbbing Kora Jay. Atar chye o famous.

    @মোঃ আরিফ: last fm আর spotify দুইটা আলাদা জিনিস। last fm Scrobbling এর জন্য বিখ্যাত। spotify তেও আপনি last fm Scrobbling করতে পারবেন। ধন্যবাদ।

Level 0

nice tune

    @iwtbah007: আনেক ধন্যবাদ

Level 0

নাইস টিউন। ভাই আপনার নেট স্পিড মিটারটির নাম কি?