প্লে স্টোরের সেরা AVG AntiVirus PRO ডাউনলোড করে সুরক্ষিত রাখুন আপনার মোবাইল + কেউ আপনার মোবাইল ধরলেই তার ছবি পৌঁছে যাবে আপনার ইমেইলে।

আজ আপনাদের জন্য নিয়ে এলাম প্লে স্টোরের সেরা এবং নাম্বার ওয়ান মোবাইল সিকিউরিটি AVG AntiVirus PRO যা কিনা আপনাকে দিবে সর্বোচ্চ সুরক্ষা এবং মোবাইল চুরের বা অনাকাক্ষিত কারও হাত থেকে রক্ষাও করবে। AVG AntiVirus PRO এর চেয়ে ভাল সিকিউরিটি ও ফিচার কোন অ্যান্টিভাইরাসই দিয়ে থাকে না। আর এর প্লে স্টোর প্রাইস মাত্র 15.37$। কিন্তু আপনি ফ্রিতে পাবেন, চিন্তার কিছু নাই।

AVG AntiVirus PRO এর এত বেশি ফিচার আছে যে তা বাংলায় বনর্না করে লিখতে গেলে কয়েক ঘন্টা পেরিয়ে যাবে। কারও হাতে সময় থাকলে প্লে স্টোর থেকে অথবা আমার ব্লগ থেকে। তবে কিছু কিছু গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে আলোচনা না করলে হয়ত বুঝতেই পারবেন না আমি কত টুকু সত্য বলছি আর কেনই বা এটা অন্য সকল অ্যান্টিভাইরাস থেকে আলাদা।

গুরুত্বপূর্ণ ফিচার সমূহঃ

  • আপনার ব্যক্তিগত অ্যাাপস গুলো ব্যাকআপ রাখতে পারবেন। পাশাপাশি অ্যাাপস গুলো লক করেও রাখতে পারবেন।
  • আপনার মোবাইলের সিম কার্ড লক করে রাখতে পারবেন যার ফলে কেউ চাইলেই সেই সিম বদলাতে পারবে না এমন কি বদলাতে চাইলেই তার সিম নাম্বার ম্যাসেজে আপনার নির্দিষ্ট নাম্বারে চলে আসবে।
  • এই সিকিউরিটি অ্যাপস আপনাকে malicious apps, viruses, malware and spyware থেকে রক্ষা করবে।
  • আপনার কন্টাক নাম্বার, ম্যাসেজ, বুকমার্কস গুলো এটি রাখবে সুরক্ষিত।
  • আপনাকে ফিশিং এটাক থেকে সুরক্ষিত রাখবে।
  • কেউ যদি আপনার মোবাইল থেকে ৩ বার ভুল প্যাটান কিংবা সিকিউরিটি কি প্রেস কর তবে সাথে সাথে তার ছবি তুলে তার লোকেশন সহ আপনাকে ইমেইল করে জানিয়ে দিবে। 😀 (এবার চোর কি করবে আপনার মোবাইলের??? 😛 )
  • বিরক্তিকর কল, ম্যাসেজ ব্লক করে রাখতে পারবেন আর দ্বিতীয় বার ব্লগ করা নাম্বার কিংবা অপারেটরদের ম্যাসেজ আপনার ফোনে ঢুকতেই পারবে না।

আরও অনেক ফিচার আছে, দয়া করে প্লে স্টোর থেকে দেখে নিয়েন বা আমার ব্লগ থেকে দেখে নিয়েন।

ডাউনলোড লিঙ্কঃ Zippyshare

সময় পেলে ঘুরে আসতে পারেন আমার ব্লগ থেকে। এখানে সকল প্রকার অ্যান্ডয়েড অ্যাাপস ফ্রিতে প্রো ভার্সন দেয়া হয় আর আপনাদের কোন অ্যাপস নিয়ে রিকুয়েষ্ট বা অভিযোগ থাকলে নিচে টিউমেন্ট করতে পারেন।

Level 0

আমি প্রতিবাদী ছেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 188 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কি বলব, আমার সম্পর্কে তেমন কিছুই বলার নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেকদিন পর একটা কাজের জিনিস পেলাম। ধন্যবাদ

Level 0

বড় ভাই,
এই পোষ্টের জন্য ধন্যবাদ।
আমি মানি লাভার নামের একটা অ্যাপ ব্যাবহার করি। এটার কি কোন প্রিমিয়াম ভার্সন দিতে পারবেন?
খুবই উপকৃত হতাম।

Level 0

any operator 0.45 poisa n every sec pulse…contact me.

Level 0

ata ami anoke aga thaka use kori but ato facilities asa ta jantam na….tnx for share…any operator 0.45 poisa n every sec pulse…contact me.

valoi mone hosse. share korar jonnyo thanks.

ভাই আপ্যস টা রিমুভ করে দিলে কি হবে?