ডাউনলোড করে নিন Max Magnetic Field Detector

আসসালামুআলাইকুম ।আবার হাজির হলাম আপনাদের সামনে তবে এবার ব্লগ নিয়ে না অন্য রকম কিছু একটা বিষয় নিয়ে।আর তা হলো অ্যানড্রয়েড অ্যাপস্ নিয়ে।অনেক সময় আমরা অনেক অ্যাপস্ খুজে থাকি কিন্তু পাই না।এই দেখেন না কিছু দিন আগে ভুত এফএম এ জুজু গল্পকে কেন্দ্র করে একটি গল্প শুনে ছিলাম আর সেখানে একটি গুরুত্বপূর্ন অ্যাপস্ এর উপর কিছু কথা শুনে ছিলাম তাই আমারও খুব আগ্রহ হয় অ্যাপস্ টি নিয়ে তাই খুজতে থাকি আর পেয়েও যাই।অ্যাপস্ টির মাধ্যমে নাকি অনেক অদৃশ্য বস্তুর উপস্থিতি টের পাওয়া যায়।আমি ট্রাই করে দেখেছি এখনো পাইনি।তবে আপনারা হয়তো পেতে পারেন। আর অনেককে দেখেছিলাম অ্যাপ টি খুজতে।তাই মনে হলো অনেকের সাথে অ্যাপ টা শেয়ার করি হয়তো কাজে দিবে।তো চলেন জেনে নেই Max Magnetic Field Detector  এর বৈশিষ্ট্য:

এটি দিয়ে হ্যান্ডসেট এর আশেপাশের একটি নিদির্ষ্ট দুরত্ব পর্যন্ত Magnetic Field Detect করা যায়।

মুলদিক সমূহ:

হ্যান্ডসেট এর আশেপাশে কোন মেটাল জিসিপত্র বা বস্তু পেলে এই অ্যাপস্ টি হ্যান্ডসেট এ ভাইব্রেশন তৈরি করে,শব্দ তৈরি করে এবং স্ক্রিন এ কালার পরিবর্তন করে তা চিহিৃত করে।

এটি দ্বারা খুব অল্প সময়ের মধ্যে Magnetic Field Detect করা যায়।

আপনি যে জিনিশ গুলো পরিবর্তন করতে পারবেন:

  • সেন্সরের সেন্সসিভিটি ।
  • সাউন্ড চালু / বন্ধ করতে পারবেন।
  • কম্পক চালু / বন্ধ করতে পারবেন।

নিচে স্ক্রিনশট তুলে ধরা হলো:

সাবধানতা:

  • ডিভাইস এর উপর ভিত্তি করে এটার পরিমাপ পরিসীমা ভিন্ন হতে পারে এবং এটি ডিভাইসের সেন্সর উপর নির্ভর করে।
  • এটা ডিভাইস এর সেন্সর বা ডিভাইস জন্য ক্ষতিকর হতে পারে যদি চৌম্বক ক্ষেত্রের তিব্রতা অত্যাধিক হয়।ক্ষতির সম্ভাবনা বলতে গেলে নাই।

আরো অনেক বিষয় আছে হয়তো অ্যাপ টি চালালে বুঝবেন।

নিচে ডাউলোড লিংক দেয়া হলো:

এখানে ক্লিক করুন

এই রকম আরো দুইটি অ্যাপস্ এর লিংক দেয়া হলো চাইলে ডাউনলোড করতে পারেন:

Magnetic Field Detector

Metal Detector

কোন ভুলত্রুটি থাকলে মাফ করেদিবেন ।আর প্রশ্ন বা মতামত থাকলে জানাবেন। ধন্যবাদ।

Level 0

আমি রাজিব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Blogging is my hobby and I like to share free things with you like software,tips & tricks,educational topics etc.....visit my site: https://dhakaprime.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

    @রাকিব হাসান: আপনাকেও ধন্যবাদ।

ভালো!!!