একটি অসাধারণ অ্যান্ড্রয়েড অ্যাপ দিয়ে ডিএসএলআর ক্যামেরার স্বাদ নিন

সবাইকে রমজানুল মোবারক। আশা করি রহমতের ভাগে সবাই ভালো আছেন আর নিয়মিত রোজা রাখছেন। আমার অনেকদিনের ইচ্ছা ছিল কিভাবে আমার অ্যান্ড্রয়েড মোবাইল ক্যামেরা দিয়ে প্রোফেশনাল মানের ছবি তুলতে পারবো। এখন কিছুটা হলেও এই ইচ্ছাটা পুরণ হয়েছে। যারা প্রোফেশনাল ফটোগ্রাফার তাদের ছবি গুলো কি চমৎকার ঝকঝকে আর জীবন্ত মনে হয়।  একটা জিনিস লক্ষ্য করবেন তাদের ছবি গুলোর ব্যাকগ্রাউন্ড ব্লার বা ঝাপসা থাকে আর অবজেক্টটা থাকে একেবারে ক্লিয়ার। ঠিক নিচের ছবিটার মত।

আর এটাই প্রোফেশনাল ফটোগ্রাফীর কাজ। আর এটা করা হয় দামী ডিএসএলআর ক্যামেরা দিয়ে। আজ আমি সেই কাজটা করার একটা দারুন অ্যাপ দিচ্ছি তাও আবার প্রো ভারসন। এটি দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড ঝাপসা করে ছবি তুলতে পারবেন না কিন্তু ছবি তোলার পর তা ঐ ইফেক্টটা দিতে পারবেন। যা দেখে মনে হবে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তোলা। তো কথা না বাড়িয়ে ঝটপট অ্যপটি ডাউনলোড করে নিন এখনি। আর স্বাদ নিন ডিএসএলআর ক্যামেরার। এতে পাবেন দুই ধরনের টিউটোরিয়াল পাবেন- অফলাইন ভিডিও এবং স্লাইড। এ থেকে এর ব্যবহার  বুঝতে পারবেন।

ডাউনলোড

ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।

আমার ব্লগ

Level 0

আমি রেজাউল করিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দেখি ট্রাই করে। আগে একটা পেয়েছিলাম বাট ফালতু ছিল।

ভাই ডাউনলোড প্রবলেম Mediafire লিঙ্ক দেন। ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

    @রাকিব হাসান: আপনাকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য।

great

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য ।

আমাদের মত মধ্যবিত্তদের ক্যামেরা কেনার সামর্থ্য নেই। 🙁

Level 0

ধন্যবাদ তবে,শুধু একটা লাইন বেশ হাস্যকর “আর এটাই প্রোফেশনাল ফটোগ্রাফীর কাজ। আর এটা করা হয় দামী ডিএসএলআর ক্যামেরা দিয়ে ” 🙂