Android মজা [পর্ব-৫৯ :: নিয়ে নিন রমজান উপলক্ষ্যে আপনার Android এর জন্য কুরআন শিখার ৩টি Apps

Android মজা

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

এই রমজান মাসে আপনাদের জন্য নিয়ে এলাম Android এর কয়েকটি ইসলামিক এপস। এই Apps গুলোর দ্বারা আপনি কুরআন শিখতে পারবেন অতি সহজে,

তার সাথে জানতে পারবেন আরবি বর্নমালা/ সংখ্যা। তাহলে আর দেরি কেন নিচের লিংক গুলো থেকে ডাউনলোড করে নিন।

১। Arabic Tutor: এই রমজানে আরবী শিখার সুন্দর একটি Apps ডাউনলোড করতে এখানে ক্লিক করুন , এতে সুবিধা হল আপনি যে হরফের মধ্যে হাত দিবেন ঐ হরফ উচ্চারণ করে শুনিয়ে দিবে। এতে আমাদের কুরআন শিখার জন্য অনেক উপকার হবে।

২। Arabic Numbers: আরবীতে এক থেকে ১০ পর্যন্ত সংখ্যা শিখতে এই App টি অনেক কাজে আসবে। আর আপনি যদি এক থেকে ১০ পর্যন্ত ভাল করে শিখতে পারেন তাহলে ১- ১০০ পর্যন্ত পারা কোন ব্যাপারই না, ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

২। Al-Quran (Bangla) এই Apps টি রয়েছে আরবী সহ বাংলাতে তরজমা আপনি এক সাথে আরবী ও শিখতে পারবেন তার পাশে অর্থ ও। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সুন্দর টিউন ধন্যবাদ ভাই

সুন্দর, ধন্যবাদ

ভালো লাগলো এইটা ।ধন্যবাদ

ভাই অসং্খ্য ধন্যবাদ,, আর একটা এপ্স আছে কুরান এন্ড্রয়েড, রিসাইটেশন অনেকটা zekr এর মত, অনেকগুলো রিসাইটেশনের ব্যবস্থা আছে, কিন্তু আমি চাচ্ছি যে যেকরের মত আরবি, বাংলা, ইংলিশ একটা আয়াতের পর আরেকটা চলবে, তাই ভাই আপনার কাছে একটা রিকুয়েস্ট সেটা হল, যিকরের অফলাইন ফাইলের মত এই এপের অফালাইন ফাইল বানিয়ে আরাবি বাংলা ইংলিশ একসাথে এডিট করে দিতেন তাহলে প্রযুক্তির সাথে ধর্মকর্ম করতে ব্যাপক সুবিধা হত, আপনিও বিপুল সাওয়াবের মালিক হবেন,,,, যদিও সময়সাপেক্ষ তাই অন্তত আমপার কাজ কর দিলেও চলত,

https://play.google.com/store/apps/details?id=com.quran.labs.androidquran

আর পিসি সফটওয়্যার জিকর সম্পর্কেতো অবশ্যই জানেন,,, zekr

একভাই ১ম পারার কাজ করে উপহার দিয়েছিল,,,ফাইলটা দেখলেই বুজবেন https://archive.org/details/Zekr_in_bengali

ডাউনলোড https://archive.org/download/Zekr_in_bengali/ArabicbanglaTranslation-1stJuz-32kbps-EditedByMdArifHasan-01827699437.recit.zip

ভাই অসং্খ্য ধন্যবাদ,, আর একটা এপ্স আছে কুরান
এন্ড্রয়েড, রিসাইটেশন অনেকটা zekr এর মত,
অনেকগুলো রিসাইটেশনের ব্যবস্থা আছে,
কিন্তু আমি চাচ্ছি যে যেকরের মত আরবি,
বাংলা, ইংলিশ একটা আয়াতের পর
আরেকটা চলবে, তাই ভাই আপনার কাছে
একটা রিকুয়েস্ট সেটা হল, যিকরের অফলাইন
ফাইলের মত এই এপের অফালাইন ফাইল
বানিয়ে আরাবি বাংলা ইংলিশ একসাথে
এডিট করে দিতেন তাহলে প্রযুক্তির সাথে
ধর্মকর্ম করতে ব্যাপক সুবিধা হত, আপনিও বিপুল
সাওয়াবের মালিক হবেন,,,, যদিও সময়সাপেক্ষ
তাই অন্তত আমপার কাজ কর দিলেও চলত,

আর পিসি সফটওয়্যার জিকর সম্পর্কেতো অবশ্যই
জানেন,,, zekr
একভাই ১ম পারার কাজ করে উপহার
দিয়েছিল,,,ফাইলটা দেখলেই বুজবেন

দুইটা লিনক সহ কমেন্ট করলাম, তাই আগেরটা মডারেশনে আছে,,,