সবাইকে রমজানুল মুবারক। রমজান মাসে আমরা মুসলিমরা বেশিরভাগ সময় ইবাদাত করে থাকি। এ জন্য বিভিন্ন হাদিস বই পড়ে থাকি, কুরআন শরিফ তিলওয়াত করে থাকি, নামাজ-কালাম পড়ি। গত রমজানেও স্মার্টফোন অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোন সবার হাতে হাতে ছিল না। কিন্তু এখন অ্যান্ড্রয়েড ফোন আমাদের নিত্যদিনের সঙ্গী। আমাদের প্রতিটা দিনের প্রায় প্রতিটা কাজ হয়ে গেছে প্রযুক্তি নির্ভর অর্থাৎ ডিজিটাল।
এই রমজান মাসেও আপনার ইবাদাতে এবং নেকি অর্জনে সহায়ক হতে পারে হাতের অ্যান্ড্রয়েড ফোনটি। আমরা সবসময় প্রযুক্তির নেতিবাচক দিকগুলোই নিয়ে দৌড়ঝাপ করে থাকি। কিন্তু আজ একটু ভাবুন তো রমজান মাসে সামান্য কিছু মেগাবাইট খরচ করে বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে হাজার হাজার হাদিস কিংবা ইসলামিক বই নিমিষেই পেয়ে যাচ্ছেন। এছাড়া বাংলা অনুবাদে পুরো কুরআন শরীফের এমপিথ্রি শুনতে পাচ্ছেন। আরও পাচ্ছেন ইফতার সেহরীর সময়সূচী এবং আজানের অ্যালার্ম। শিখতে পাচ্ছেন সহী নামাজ। আরও কত কি ! এইবার বলুন তো, প্রযুক্তির ছোঁয়ায় আমাদের জীবন কোথায় পৌঁছেছে? অযথা, প্রযুক্তির নেতিবাচক দিক নিয়ে সারাদিন ভাবা উচিত নয়। প্রযুক্তির ইতিবাচক দিক গ্রহন করুন তাহলে জীবন অনেক উন্নত হয়ে যাবে।
আজ শেয়ার করছি, রমজান স্পেশাল একটি টিউন। আজ পাবেন বিভিন্ন ক্যাটাগরির ইসলামিক অ্যাপস। যা আপনার ইবাদাতকে এক বিন্দু পরিমান হলেও সহযোগীতা করবে, ইসলামিক সব উপকরন করবে সহজলভ্য। তবে চলুন আজকের স্পেশাল টিউনের স্পেশাল ইসলামিক অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো নিয়ে নেই।
গুগল প্লে স্টোরে অসংখ্য ইসলামিক অ্যাপসের ভিড়ে বেছে নিয়ে শেয়ার করলাম খুব অল্প সংখ্যক কিছু ইসলামিক অ্যাপস যা আপনার রমজান মাসের জন্য সহায়ক। টিউনটি সর্বপ্রথম " ব্লগার মারুফ ডট কম " -এ প্রকাশিত। ক্রেডিট লিংক ছাড়া প্লিজ টিউনটি কোথাও টিউন করবেন না। আল্লাহ হাফেজ
আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com
smart tune