মজার দুটি অ্যান্ড্রয়েড গেমস্ আর অতি প্রয়োজনীয় কিছু অ্যান্ড্রয়েড অ্যাপস্

আস্সালামু আলাইকুম। বেশ অনেকদিন পরে টিটি তে টিউন করছি। সবাই নিশ্চই ভালো আছেন? ব্যাস্ত পৃথিবীর ব্যাস্ত নাগরিক আমরা। তারপরেও এক অজানা নেশায় প্রতিদিন টিটিতে আসতেই হয়। কেননা টিটি আমাকে অনেক কিছু দিয়েছে এবং দিচ্ছে। অতীতে টিটিতে শুধু প্রতিবেদন নিয়ে টিউন করতাম। তবে এবার পুরোটাই ভিন্ন। আমার ছোট ভাই, টিটি এবং আপনাদের সহযোগীতায় একটি ওয়েবসাইট তৈরী করেছে। ভাইটির অনুরোধে আজকে টিউন করতে বসা। সাইটটির ছোট্ট একটি রিভিউ দিবো এবং একজন ওয়েবসাইট মালিকের সবসময় প্রয়োজনীয় কিছু অ্যান্ড্রয়েড অ্যাপস্ আর মজার দুটি গেমস্ থাকছে আপনাদের জন্য। আর হাঁ সাইটটির ব্যাপারে অবশ্যই গঠনমূলক মন্তব্য করতে ভুলবেন না যেন..!

ওয়েবসাইটের ঠিকানা
Friends ICT Group: http://friendsict.com
সাইটটি করা হয়েছে মূলত একটি অ্যান্ড্রয়েড অ্যাপস্ এবং স্মার্ট ফোনের রিভিউ দেবার জন্য। কিন্তু সাইটের নাম দেখে হয়তোবা ভাবছেন, নামের সাথে অ্যাপস্ সম্পর্ক কোথায়? ঠিক, সাইট টি একটি প্রথিষ্ঠানের সাথে সম্পৃক।

১। অ্যান্ড্রয়েড অ্যাপস্: Google Analytics
পিসি থেকে লগিন করে আপনার ওয়েবসাইটের ট্রাফিক/ভিজিটর স্টেট দেখার প্রয়োজন নেই। সরাসরি আপনার স্মার্টফোন থেকেই দেখতে পারবেন। কে, কবে, কখন এবং কোথায় থেকে আপনার ওয়েবসাইটে ভিজিট করছে। একজন ওয়েবসাইট ওনার এর জন্য ভীষণ উপকারী সঙ্গী। অ্যাপস্টি ডাউনলোড করতে একটু কষ্ট করে এই সাইটে যেতে হবে Google Analytics for mobile সাইটটিতে সরাসরি ডাউনলোড লিংক এবং গুগল-প্লে স্টোর লিংক দুটোই দেয়া আছে।

২। অ্যান্ড্রয়েড অ্যাপস্: Viord SEO Tools
SEO Expert ভাইদের বিশেষ প্রয়োজনীয় এবং Website owner দের দরকারী একটি Apps । অ্যাপস্ টিতে ৩২টি টুলস্ রয়েছে। যার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার মোবাইল থেকে যেকোন সাইটের বিভিন্ন র‌্যাংক চেক করতে পারবেন। যেমন: ব্যকলিংক চেকার, ব্রকেন লিংক চেকার, সাইটম্যাপ এবং রোবট ফাইল জেনারেট করা সহ আরো অনেক কিছু। অ্যাপস্টি ডাউনলোড করতে একটু কষ্ট করে এই সাইটে যেতে হবে Viord SEO Tools সাইটটিতে সরাসরি ডাউনলোড লিংক এবং গুগল-প্লে স্টোর লিংক দুটোই দেয়া আছে।

৩। অ্যান্ড্রয়েড অ্যাপস্: WebRank SEO
এটাও পূর্বের ন্যায় একটি SEO tools তবে একে আপনার সবাই চিনবেন। কারণ, WebRank SEO Toolbar ব্যবহার করে না এমন SEO ভাই কমই রয়েছে। এটা সবথেকে শক্তিশালী একটি টুল। আমরা কমবেশী সবাই এর সম্পর্কে জানি, তাই বেশীকিছু লিখলাম না। অ্যাপস্টি ডাউনলোড করতে পূর্বের ন্যায় আবার একটু কষ্ট করে এই সাইটে যেতে হবে WebRank SEO সাইটটিতে সরাসরি ডাউনলোড লিংক এবং গুগল-প্লে স্টোর লিংক দুটোই দেয়া আছে।

৪। অ্যান্ড্রয়েড অ্যাপস্: Magic Piano by Smule
এটি আমার দেখা সবথেকে সুন্দর এবং সহজে ব্যবহার যোগ্য আর বেসিক গাইডলাইনের জন্য সেরা একটি Piano Apps. এটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। একবার ডাউনলোড করে ব্যবহার করে দেখতে পারেন। অ্যাপস্টি ডাউনলোড করতে পূর্বের ন্যায় আবার একটু কষ্ট করে এই সাইটে যেতে হবে Magic Piano by Smule সাইটটিতে সরাসরি ডাউনলোড লিংক এবং গুগল-প্লে স্টোর লিংক দুটোই দেয়া আছে।

৫। অ্যান্ড্রয়েড গেমস্: Break Bricks
ছোটবেলায় আমরা অনেকেই DX-ball খেলেছি। নিশ্চয় সবার মনে আছে। গেমটি সত্যিই ভীষণ চমতকার ছিল। কিন্তু এবার এই গেমটি আপনার স্মার্টফোনে খেলে দেখুন ভিন্ন রকম স্বাদ পাবেন। গেমস্ ডাউনলোড করতে এই সাইটে যেতে হবে Break Bricks সাইটটিতে সরাসরি ডাউনলোড লিংক এবং গুগল-প্লে স্টোর লিংক দুটোই দেয়া আছে।

৬। অ্যান্ড্রয়েড গেমস্: Trial Xtreme
আমরা অনেকেই আছি বাইকে স্টান্ট করতে অনেক পছন্দ করি। আবার কেউ হাত-পা ভাঙ্গার ভয়েতে সাহস পাইনা। কিন্তু এই গেমটি আপনাকে সেই সাহস অর্জন করতে সহায়তা করবে...! সত্যিই ভীষণ মজার একটি গেমস্। Trial Xtreme সাইটটিতে সরাসরি ডাউনলোড লিংক এবং গুগল-প্লে স্টোর লিংক দুটোই দেয়া আছে।

আজকের মতো এখানেই শেষ করছি। এরপর ইনশাল্লাহ পেইড অ্যাপস্ নিয়ে হাজির হবো।
Friends ICT Group এর Official Facebook Fan Page: https://www.facebook.com/friendsict
Friends ICT Group এর Official Group: https://www.facebook.com/groups/280572595455252/

Level 0

আমি tigerkibria। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ