রমজানে আমাদের সবার আমলকে আর একটু সহজ করার জন্য আজকে এই টিউন (বাংলা হাদিস সফটওয়ার)।

আস সালামু আলাইকুম। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর যিনি আমাকে তাউফিক দান করেছেন বাংলা ভাষায় হাদিস বিষয়ক সফটওয়ার নিয়ে একটু লেখালিখির করার।  আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, ভালো থাকেন সেই কামনাই করি। সামনেই আগত রমজান মাস এই উপলক্ষ্যে আমরা যারা মুসলমান তারা হয়ত অনেকেই পূর্ব প্রস্তুতি নিয়েছি আবার অনেকে এখনো নেই নি। আল্লাহ আমাদের সবাইকে রমজানের প্রস্তুতি নিয়ে সেই অনুযায়ী আমল করার  তৌফিক দান করুন (আমিন)। আগত রমজানে আমাদের আমলকে আর একটু সহজ করার জন্য আজকে এই টিউন।

আজ আমি আপনাদেরকে পরিচিত করে দিবো আমাদের দেশে  তৈরি প্রথম বাংলা হাদিস মোবাইল এ্যাপলিকেশন এর সম্পর্কে অবগত করার চেষ্টা করবো (ইনশা আল্লাহ)।

প্রথমেই শুরু করছি যে সকল হাদিস এর বই পাওয়া যাবে (হাদিস সংখ্যা সহ) এই সফটওয়ারটিতে।

  • সহীহ বুখারি (ইফা) (হাদিস সংখ্যা-7054টি)
  • সহীহ মুসলিম (হাদিস সংখ্যা-7282টি)
  • রিয়াযুস স্বা-লিহীন (হাদিস সংখ্যা-673টি)
  • সুনানে আবু দাউদ (হাদিস সংখ্যা-1068টি)
  • সুনানে নাসাঈ (হাদিস সংখ্যা-2399টি)
  • সুনানে ইবনে মাজাহ (হাদিস সংখ্যা-1623টি)
  • মুসনাদে আহমেদ (হাদিস সংখ্যা-197টি)
  • জামে তিরমিজী (হাদিস সংখ্যা-2004টি)
  • সহিহ হাদিসে কুদসি (হাদিস সংখ্যা-163টি)
  • আন্-নাওয়াবীর চল্লিশ হাদীস (হাদিস সংখ্যা-42টি)
  • রমযান বিষয়ে জাল ও দুর্বল হাদিস সমূহ (হাদিস সংখ্যা-34টি)

এবার আসছি এর ফিচার নিয়েঃ

  • নতুন ইন্টারফেস এবং বাটন যোগ করা হয়েছে
  • অনেক নতুন হাদিস যোগ করা হয়েছে
  • গ্রন্থ অনুসারে হাদিস পড়ার সুবিধা
  • হাদিস নম্বর অনুসারে হাদিস সার্চ করার সুবিধা
  • বাংলা / ইংরেজী / আরবি শব্দ দিয়ে হাদিস সার্চ করার সুবিধা
  • ফেসবুকে হাদিস শেয়ার করার সুবিধা, এবং আপনি হাদিস শেয়ার করলে তা আপনাআপনি আমাদের ওয়েব ডাটাবসের সাথে লিঙ্ক করে নিবে।
  • হাদিস হোয়াটস এপ এর মাধ্যমে অন্যদের সাথে শেয়ার করা।
  • হাদিস সরাসরি ইমেইল করার সুবিধা
  • প্রতিটি হাদিসের সাথে হাদিসের মান উল্লেখ করা হয়েছে (সহিহ/হাসান/যঈফ/জাল ইত্যাদি)।

এবার কিছু স্ক্রিন সট দিচ্ছি

সফটওয়ারটি ডাউনলোড করতে (গুগল প্লে লিঙ্কঃ) এখানে ক্লিক করুন

সরাসরি ডাউনলোড লিঙ্কঃ এখানে ক্লিক করুন

আশাকরি প্রত্যেক মুসলমান ভাই প্রতিদিন অন্তত্য একটি করে যদি হাদিস আমরা পড়ি তবে অনেক সওয়াবের অধিকারী হবো এবং এই সাথে আমরা এই সফটওয়ারটি সবার মাঝে ছড়িয়ে দিতে চেষ্টা করবো (ইনশা আল্লাহ)। আশা করি আল্লাহর রহমতে নিজের হাদিসের জ্ঞানকে শানিত করে নিজে আমল করবো এবং অন্য ভাইকে নিজ অর্জিত জ্ঞানকে শেয়ার করবো। যে ভাইরা অনেক কষ্ট-মেহনত করে এই সফটওয়ারটি আমাদের মাঝে ছড়িয়ে দিলেন আমরা সবাই তাদের অক্লান্ত পরিশ্রম যেন আল্লাহ সুবহানুওয়া তায়ালা কবুল করুন সেই সাথে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমীন।

সবাই ভালো থাকবেন রমজানে সবার তরে সবাই দো’য়া করবেন যেন সবাই রমজানের সবগুলো রোজা সুস্থ শরীরে রোজার হক্ব আদায় ও তার সাথে  তারাবীর নামাজ পড়ার তৌফিক দান করুন (আমিন)।

আল্লাহ হাফেজ

Level 0

আমি Md. Nur Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 150 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Khub valo jinish diechen, thanx…….
http://howdothat.tk

    @mynul hasan: আপনার ভালো লেগেছে শুনে আমার ও ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

ভাই কিছু দিন আগে ডাউনলোড করেছি কিন্তু সেখানে তির্মিজি নাসাঈ এই হাদিস গুলো নেই এগুলো কি নতুন করে যোগ হয়েছে

many many thanks