প্রথম ভার্সনে যথেষ্ট সাড়া পাবার পর রিলিজ পেল অ্যান্ড্রয়েড অ্যাপ মোবি সেটেলমেন্টের নতুন ভার্সন (2.0) । প্রথম ভার্সনে সম্পত্তির বন্টন বা ফারায়েজের দুইটি ক্ষেত্রে ভুল মান প্রদান করত ।
১। পুত্র বা কন্যা একাধিক হলে ।
২। ভাই বা বোন একাধিক হলে ।
নতুন ভার্সনে উপরক্ত সমস্যা দুইটির সমাধান করা হয়েছে ।
আর এ অ্যাপটির নতুন ভার্সন (2.0) যারা ডাউনলোড করতে চান , তারা নিচের মিডিয়া ফায়ার লিংক থেকে সরাসরি apk ফাইল ডাউনলোড করতে পারবেন ।(Requirement : Android 3.0 or Above)
আমি garage। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এপটি ভাল হয়েছে কিন্তু তারপরেও এখনো ইনকমপ্লিট থেকে গেছে। কারন মৃত বাবা অথবা মায়ের সম্পত্তি ছেলে এবং মেয়ে কে কতটুকু করে পাবে তার কোন অপশন এপটিতে নেই। আশা করব পরবর্তী আপডেটে এই সুবিধাটা যোগ করবেন। ধন্যবাদ এত সুন্দর এবং কাজের এপসটি আমাদের উপহার দেয়ার জন্য।