Screencast: আন্ড্রয়েডের সেরা স্ক্রীন রেকর্ডার+স্ক্রীনশট অ্যাপ, আপনার মোবাইলেই বানাতে পারবেন টিউটরিয়াল।

আশা করি সবাই ভালো আছেন। মানুষের জ্ঞানী উক্তি শুনে আমি ভালো নেই, তাদেরকে বুঝাতে পারিনা কিছুতেই। আমার আগের পোস্টটি পড়লেই বুঝবেন কেন এই কথাগুলো বললাম। যাই হোক, আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটা কাজের আন্ড্রয়েডের অ্যাপ।

আমি নিজে ভিডিও টিউটরিয়াল বানানোর জন্য অনেকদিন ধরে স্ক্রীন রেকর্ডার খুচ্ছিলাম। অনেকগুলো ডাউনলোড করেছি যেগুলো আমার কমদামি ফোনে কাজ করে না। একটা অ্যাপ পেলাম যেটা ইউস করে আমি একটু খুশী হয়েছি। অ্যাপটার নাম হল Screencast Video Recorder

কমদামি মোবাইলে ভালো কাজ করে বলে আমি এই অ্যাপটিকে স্ক্রীন রেকর্ড করার সেরা অ্যাপ বলি। আরো অনেক অ্যাপ আছে যা দিয়ে রেকর্ড করলে মোবাইল স্লো হয়ে যায় সাথে ভিডিওটাও। এই অ্যাপটার অনেক গুলো সুবিধার মধ্যে একটা অসুবিধা হল ইন্টারনাল অডিও রেকর্ড হয় না। বাইরের অডিও মাইক দিয়ে রেকর্ড হবে কিন্তু ইন্টারনালি সাউন্ড রেকর্ড হয় না।

প্রায় কোন অ্যাপতেই এই সুবিধাটা নাই, একটা পেলাম সে বলে কিটক্যাট লাগবে। আরেকটা অ্যাপ কমদামি মোবাইলে অডিও রেকর্ড করে না। কি ঝামেলা!!

তবে এই অ্যাপটি ব্যাবহার করা অনেক সহজ, ওপেন করে শুধু রেকর্ড বাটনে ক্লিক করলেই শুরু হবে আর শেষ হলে নোটিফিকেশান বার থেকে স্টপ রেকর্ডিং এ টাচ করতে হবে।

সেটিং থেকে ভিডিও কুয়ালিটি, অডিও রেকর্ড ডিভাইস সহ আর অনেক কিছু কাসটমাইজ করতে পারবেন। অ্যাপটি দিয়ে স্ক্রীনশটও নেওয়া যায়। তাই কেউ যদি ভিডিও রেকর্ড না করতে চান তাহলে শুধু স্ক্রীনশট নেয়ার জন্যেও এটা ব্যাবহার করতে পারেন।

এই অ্যাপ দিয়ে আমার রেকর্ড করা একটা ভিডিও দেখুন।

অ্যাপটির সাইজ মাত্র ৩ এমবি এবং দাম $3.99 ডলার। আমি ফ্রী দিচ্ছি। নিচের গুগল প্লে লিঙ্ক থেকে চেক করে আসতে পারেন দামটা।

অ্যাপটি ভালো লাগলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলে Subscribe করবেন। আর ভালো না লাগলে কিছুই করার নেই, আপনাকে একটা হেলিকপ্টার ভাড়া করতে হবে, আমাকে প্যারাসুট ছাড়া উপর থেকে ধাক্কা দিয়ে ফেলার জন্য 😛 😛

সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগে।

আমার ব্লগ

ইউটিউব চ্যানেল।

ফেসবুকে আমি।

Level 0

আমি সোহাগ মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 694 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 32 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম সোহাগ। টেকনোলজির প্রতি চরম আকর্ষণ থাকা সত্ত্বেও পড়েছি বিজনেস নিয়ে। একটু একটু গাইতেও পারি, মাঝে মাঝে গীটার বাজাই। এক কথায়, টেকনোলজির সাথে প্রেম করি আর গানকে বিয়ে করেছি :D । আমার ইউটিউব চ্যানেল। আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার ব্লগে। আমার গাওয়া গানগুলো শুনতে ভিসিট করুন: গানের ইউটিউব...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এটার ভিডিওগুলো ঝাপসা হয়। তেমন ভালো না। আমার কাছে install করা আছে।যদি আরো ভালো apps পান তাহলে লিংক দিয়েন।

    Level 0

    @Ska91: এই অ্যাপটা কমদামি মোবাইলের জন্য ভালো 😛 আপনার মোবাইল যদি ভালো হয় তাহলে SCR Screen Recorder অথবা Shou ইউস করতে পারেন।

Quality valo hole valo hoto

    Level 0

    @রাকিব হাসান: Quality ektu kharap holeo onno gulor moto hang/lag kom etay

Level 0

Vai Mobile ki Root kora lagbe naki? ami new pls reply

    Level 0

    @sheponmiah: Screen record korte root lage bro