টিউনের শুরুতে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা।
আজকের এই টিউনটির মাধ্যমে আপনাদের জন্য নিয়ে এলাম বাংলাদেশের এডভোকেটশীপ ও জুডিসিয়াল সার্ভিস সিলিবাসের অন্তর্ভুক্ত কিছু আইন যা প্রত্যেক আইনের স্টুডেন্ট ও পেশাজীবীদের জন্য নিয়মিত দরকার হয়ে থাকে। তাই আপনাদের জন্য নিয়ে এলাম সেইসব আইনের এন্ড্রয়েড ভার্সন। শক্তিসালি সার্চইঞ্জিনের মাধ্যমে দ্রুত বের করে নিতে পারবেন প্রয়োজনীয় সেকশন
টিউনের শুরুতে বলে নিই যে, আমার এই টিউনটি শুধুমাত্র আইন বিষয়ে আগ্রহীদের জন্য, আইনের স্টুডেন্ট, পেশাজীবীদের জন্য।
কিছু দিন আগে গুগুল প্লেতে একটি আইনের এপ্লিকেশন আমার চোখে পড়ে। দেখলাম সার্চ এক্টিভিটি ভালই, তাই ভাবলাম আর কি এপ্লিকেশন পাওয়া যায় দেখি, কয়েকটি এপ্লিকেশন পেলাম ঠিকই, কিন্তু কিছু আইনের এপ্লিকেশন বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়, কারণ বেশির ভাগই ইন্ডিয়ান ডেভেলোপারদের তৈরি এপ্লিকেশন পাওয়া গেলেও সবগুলো বাংলাদেশের জন্য অপ্রযোজ্য। কারণ ইন্ডিয়াতে এই আইনগুলো কয়েক বার সংশোধন হয়েছে...
যাইহোক আপনাদের জন্য তাই নিয়ে এলাম নিম্নের কিছু আইনের এন্ড্রয়েড ভার্সন, এগুলোর মধ্যে চারটা আইন ও একটা মডেল টেস্ট আমি নিজেই ডেভেলোপ করেছি... সব গুলোই বাংলাদেশে প্রযোজ্য।
আইন গুলো হচ্ছে..
এবার একটি একটি করে বর্ণনা দিই..
আমি প্রথমে CODE OF CRIMINAL PROCEDURE, 1908 এই আইনটি ডেভেলোপ করেছিলাম। সেটা ছিল এইচটিএমএল ল্যাংগুয়েজে করা, টেক্সট কপি করা সহজ, ইউজার ইন্টারপেস ফ্রেন্ডলি এটি আমার তৈরি প্রথম এপ্লিকেশন তাই সার্চ ইঞ্জিন খুব শক্তিসালী করতে পারিনি। তবে ইন্ডেক্স থেকে সহজে সেকশন খুঁজা যায়।
পরবর্তীতে এই এপ আবার ডেভেলোপ করলাম নিচের ভার্সনটি যেটা অত্যন্ত শক্তিসালী সার্চ ইঞ্জিন সমৃদ্ধ।
সার্চে শুধু সেকশন নাম্বার লেখলেই যথেষ্ট, এই ছাড়া ক্যাটালগ থেকেও সহজে যেকোনো সেকশন খুঁজে নেওয়ার পদ্ধতি আছে। আছে দিনে ও রাত্রে পড়ার জন্য থিম পরিবর্তনের সুবিধা। প্রয়োজনীয় সেকশন সমূহ বুকমার্ক করে পড়ার বিশেষ ব্যবস্থা..
নিচের দুটি এপ্লিকেশনেও উপরের আলোচিত সুবিধা সমূহ পাবেন..
এছাড়া ইন্ডিয়ান ডেভেলোপারদের তৈরি বাংলাদেশে বলবৎ তিনটি আইন..
এপ্লিকেশন সমূহের সাথে আর একটি কুইজ (মডেল টেস্ট) ডেভেলোপ করলাম এডভোকেটশীপ পরীক্ষার উপর..
সুবিধা...
খুব সুন্দর ইন্টাপেস, ভুল উত্তর দিলে পুনরায় আসে, প্রত্যেক বার রেন্ডম স্টাইলে প্রশ্ন প্রদশন করে, তাই অনেকবার স্টাডি করলেও বিরক্ত হওয়ার সুযোগ নাই..
(ডাউনলোড)
আমার পরবর্তী এপলিকেশন হচ্ছে, এডভোকেটশীপ ও জুড়িসিয়াল পরীক্ষার পূর্ববর্তী প্রশ্নসমুহ সম্ভলিত ADVOCATESHIP AND JUDICIARY QUESTION BANK
এই টিউন এ আপনাদের সাড়া পেলে যত দ্রুত সম্ভব এই এপলিকেশনটি রিলিজ করবো। ইনসাআল্লাহ এই টিউন এবং এপ্লিকেশন সমূহ সম্পর্কে আপনার ভাল লাগা মন্দ লাগা টিউমেন্ট এ জানাতে ভুলবেন না।
আমার ডেভেলোপ করা এপ্লিকেশন সমূহ যদি আপনাদের ভাল লাগে প্লেতে রেটিং দিলে আরও উৎসাহিত হব।
আর একটা কথা, উপরোক্ত এপ্লিকেশন সমূহ এমন গুরুত্বপূর্ণ আইনের উপর যে, আপনি যদি আইন পেশার সাথে জড়িত থাকেন বা আইনের ছাত্র বা সচেতন নাগরিক হয়ে থাকেন তাহলে এপ্লিকেশন সমূহ আপনার স্মার্ট ফোনে থাকলে, আপনি স্মার্টলি যেকোনো সেকশন খুঁজে বের করতে পারবেন, আপনাকে আর বই নিয়ে ঘুরতে হবেনা.. অথবা আপনি ঘাডিতে বা দূরে কোথায় গেলে স্টাডি করতে অসুবিধা হবেনা..
আমাৱ এপলিকেশন সমুহ প্লেতে পেতে advocateship লিখে সার্চ করুন
আইনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে এই টিউনটি শেয়ার করতে ভুলবেন না, কারণ এই টিউনটি শেয়ার করাটাই হতে পারে আপনার পক্ষ থেকে তাদের জন্য চমৎকার উপহার। এই টিউন বা এপলিকেশন সমুহে অনাকাঙ্খিত কোন ত্রুটি ঘটে থাকলে নিজ গুনে ক্ষমা করবেন... আর যদি সংশোধন করা জুরুরি মনে করেন তাহলে টিউমেন্ট করে জানবেন। আর গুগুল প্লেতে আপনাদের সুন্দর একটা রিভিউ এবং রেটিং প্রত্যাশা করে বিদায় নিচ্ছি
কষ্ট করে টিউন টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।
আমি নাছের মিয়াজী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 38 টি টিউন ও 302 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আইনের মানুষ, প্রযুক্তির মানুষ, ইসলাম কে ভালোবাসি।
Thanks for your important step to help others. I feel very happy to find such type of men, those trying to help others. Go ahed my friend. There are bad gies too but dont worry if any body insult you. Be happy.