অপেক্ষার পালা শেষ ! টেকটিউনস অ্যাপস হাজির।

হঠাৎ একদিন টেকটিউনসে ঢুকে দেখলেন কেমন যেন একটু অন্য রকম লাগছে... খেয়াল করে দেখলেন টেকটিউনসে কোন বিজ্ঞাপন নেই!!! ঠিক দেখছেন তো?

আপনি যদি বলেন যে আপনি ঠিক-ই দেখছেন, তাহলে এটা ১০০% নিশ্চিত আপনি জেগে জেগে স্বপ্ন দেখছেন। কারণ...?

http://www.ferdocs.com

যত দিন যাচ্ছে টেকটিউনসে বিজ্ঞাপনের পরিমাণ ততই বাড়ছে। আমরা যারা ২জি তে পিসিতে টেকটিউনস চালাই তারা হাড়ে হাড়ে এই বিজ্ঞাপনের জ্বালা টের পাই। এড লোড হচ্ছে তো হচ্ছেই... হুহ।

তাই আপনারা যারা এন্ড্রয়েড ফোন ব্যবহার করেন তাদের জন্য আজ নিয়ে এলাম  TechTunes for Android

এই অ্যাপস এর মূল উদ্দেশ্য হল টেকটিউনসের বিজ্ঞাপনের জ্বালা থেকে রক্ষা পাওয়া।

ডাউনলোড লিঙ্ক

অথবা, আপনার আন্ড্রয়েড মোবাইলের Google Play Store থেকে সার্চ করুন "BdRulez" লিখে এবং TechTunes App টি ডাউনলোড করুন।

ফিচার সমূহঃ

  • টেকটিউনসের সব টিউন এখানে লাইভ দেখতে পাবেন  WITHOUT any বিজ্ঞাপন।
  • ২জি ইন্টারনেট ব্যবহারকারীদের কথা চিন্তা করেই এটা বানানো হয়েছে।
  • লোড নিতে অনেক কম সময় লাগবে। ডাটা খরচ হবে সর্বনিম্ন।
  • পুরো টিউন বা টিউনের অংশবিশেষ কপি করার সুবিধা।
  • যেকোনো এন্ড্রয়েড ফোনেই এটি চলবে।
  • একটি টিউন একবার পড়ার পর সেটি আবার পড়তে চাইলে সেই টিউনের ইমেজগুলো বারবার লোড নিবে না। ফলে ইন্টারনেট ডাটা খরচ কমবে।
  • টিউনগুলো এক কলামে দেখাবে। ফলে মোবাইলে পড়তে আপনাদের কোন সমস্যা হবে না।

ডাউনলোড লিঙ্ক


আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন।

http://www.ferdocs.com

Level 0

আমি ফেরদৌসুর রহমান সজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আল্লাহর দেয়া দুইটি চক্ষুর সামনে মানুষের বানানো দুইটি চক্ষু বসিয়ে চৌচক্ষু সহযোগে এদিক ওদিক সবদিক টহল দেই। অপরের কাছে নিজের সুনাম না রটাইলেও দুর্নাম রটাইনা, তবে মানুষটা আমি বড়ই আজব। অবস্থা বুঝে ব্যাবস্থা নিতে অনেক সময় লই। এজন্য অনেক মহাপুরুষ আমাকে অলস বলিয়া সম্মান করিয়া থাকেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই…অনেকদিন এই এ্যাপ এর অপেক্ষায় ছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটা এ্যাপ বানানোর জন্য। তবে এতে কমেন্ট করার অপশন দিলে আরো উপকৃত হতাম।

Level 0

সুন্দর ধন্যবাদ।

very good have to use it

thanks IQBALHOSSEN70 bro, I just noted ur opinion, I will work on it.

Level 0

vai dream hobe keno ami to 2 years jabot http://mobi.techtunes.io use korci ad chara mobile + pc te
r apps tar mediafire link den

bro computer version and symbian version lagbe………..

hsc exams still running, I will think about computer version latter bro @ sohag sahjee

সুন্দর

ভাইয়া, একটু অন্যরকম ভাবে চিন্তা করি আসেন। আপনার ভাবা দরকার এরকম হাই ভিজিটর এর একটা সাইট চালাতে কি পরিমান খরচ করতে হয় হোস্টিং এর জন্য, তাই না , কে দেয় এ খরচ ? আপনি আমি টিউন করেই খালাস, এ সাইট চালানোর খরচ কোথা থেকে আসে ? না কেউ অনুদান দিয়েছিলো বা দেয় ?
মোটামুটি সম্পুর্ন খরচ টাই আসে বিজ্ঞাপন থেকে, এ রকম এ্যাপ ব্যাবহার করলে যা থেকে আয়ের সম্ভাবনা শুন্য। আপনি কি এরকম কিছু করে আমাদের প্রিয় টেকটিউনের ক্ষতি করলেন না ?

    @শাহরিয়ার শিমুল: সহমত।

    @শাহরিয়ার শিমুল ভাই:

    আর একটু অন্যরকম ভাবে চিন্তা করি আসেন… আপনি কি কখনো টেকটিউনসের অফিসিয়াল মোবাইল সাইট (http://mobi.techtunes.io) টি ভিজিট করে দেখেছেন? ভিজিট করে দেখে আমাকে বলেন টেকটিউনস কেন তাদের এই সাইটে কোন এড দেয় নি? এটা তো টেকটিউনসের অফিসিয়াল সাইট। আশা করি আপনার কাছে এর ব্যাখ্যা পাব।

    এই অ্যাপস আন্ড্রয়েড ব্যাবহারকারীদের জন্য। টেকটিউনসের সব ইউজার নিশ্চয় আন্ড্রয়েড ফোনে টেকটিউনস ব্যাবহার করে না?

    আপনি হয়ত ব্রডব্যান্ড ইউজ করেন বলে আপনার কাছে কিছুই মনে হয় না। কিন্তু আমরা যারা ২জি তে পিসিতে টেকটিউনস চালাই তারা হাড়ে হাড়ে এই বিজ্ঞাপনের জ্বালা টের পাই। এড লোড হচ্ছে তো হচ্ছেই।

    যারা বিজ্ঞাপনের জন্য টেকটিউনস ব্যাবহার করতে পারেন না তারা এই অ্যাপসের মাধ্যমে টেকটিউনস ব্যাবহার করলে কি টেকটিউনসের ক্ষতি হবে?

    সবচেয়ে বড় কথা হল টেকটিউনসের অফিসিয়াল মোবাইল সাইটেই (http://mobi.techtunes.io) কোন বিজ্ঞাপন দেয়া হয় নি।

    তাহলে কি টেকটিউনসের অফিসিয়াল মোবাইল সাইট আর আমার এই অ্যাপস ব্যাবহার করা একই ব্যাপার হল না?

Level 2

techtunes এর পক্ষ থেকে যেদিন app টি তৈরি করা হবে সেদিন নিশ্চিন্তে ব্যবহার করব।

    @zubaer1995 ভাই:
    এই অ্যাপসে লগ ইন করার কোন অপশন নেই। এখানে শুধুমাত্র টেকটিউনসের পোস্ট গুলো পড়তে পারবেন। তাই আশা করি এই অ্যাপস ব্যাবহারে কোন ভয় থাকার কথা না।

ভালোই তো।

Level 0

Nice !

এটা তো কেবল RSS ফিড দিয়ে কোন App maker দিয়ে জেনারেট করা এপ।
ডেটাবেজ ইনফু পেলে টেকটিউনসের জন্য আমি User panel সহ এপ তৈরী করে দিতে ইচ্ছুক !
সেটাতে টিউন পড়ার সাথে সাথে ইউজাররা মোবাইলে সহজেই নতুন টিউন পোস্ট করতে পারবে ,টিউনে কমেন্ট করতে পারবে ,প্রোফাইল তথ্য ,ছবি পরিবর্তন করতে পারবে এবং সবচেয়ে বড় কথা মোবাইল ভিউতে সহনীয় বিজ্ঞাপন (যা হাইলি কমপ্রেস করা থাকবে বিধায় লোডিং টাইম বাড়াবেন) দিতে পারবে !

    @জাবেদ ভূঁইয়া ভাই:
    অ্যাপটা ১টু ভাল করে নেড়েচুড়ে দেখলেই বুঝার কথা এটা কোন App maker দিয়ে জেনারেট করা না। আর এটায় RSS ফিড ও ইউজ করা হয় নি।
    এরপরও আপনার যদি কনফিউসন থাকে তাহলে app টা decompile করে দেখতে পারেন।

Level 0

Java mobile ar jonno toyre korun plz…

Level 0

khob balo lagche

Level 0

use kore santi pelam na
1))comment kora jaina
2))nij profile a doka jai na
3))category nai
just add mukto kono moja e pelam na?

ভালো লঅগলো এপসটি।

অসাধারন

onek onek valo laglo appsta,,, apnake oshonko donnobad

শেয়ার করার জন্য ধন্যবাদ “_ 🙂

যে যাই বলুক, আমার কাছে ভালোই লেগেছে।