হঠাৎ একদিন টেকটিউনসে ঢুকে দেখলেন কেমন যেন একটু অন্য রকম লাগছে... খেয়াল করে দেখলেন টেকটিউনসে কোন বিজ্ঞাপন নেই!!! ঠিক দেখছেন তো?
আপনি যদি বলেন যে আপনি ঠিক-ই দেখছেন, তাহলে এটা ১০০% নিশ্চিত আপনি জেগে জেগে স্বপ্ন দেখছেন। কারণ...?
যত দিন যাচ্ছে টেকটিউনসে বিজ্ঞাপনের পরিমাণ ততই বাড়ছে। আমরা যারা ২জি তে পিসিতে টেকটিউনস চালাই তারা হাড়ে হাড়ে এই বিজ্ঞাপনের জ্বালা টের পাই। এড লোড হচ্ছে তো হচ্ছেই... হুহ।
তাই আপনারা যারা এন্ড্রয়েড ফোন ব্যবহার করেন তাদের জন্য আজ নিয়ে এলাম TechTunes for Android
এই অ্যাপস এর মূল উদ্দেশ্য হল টেকটিউনসের বিজ্ঞাপনের জ্বালা থেকে রক্ষা পাওয়া।
অথবা, আপনার আন্ড্রয়েড মোবাইলের Google Play Store থেকে সার্চ করুন "BdRulez" লিখে এবং TechTunes App টি ডাউনলোড করুন।
ফিচার সমূহঃ
আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন।
আমি ফেরদৌসুর রহমান সজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আল্লাহর দেয়া দুইটি চক্ষুর সামনে মানুষের বানানো দুইটি চক্ষু বসিয়ে চৌচক্ষু সহযোগে এদিক ওদিক সবদিক টহল দেই। অপরের কাছে নিজের সুনাম না রটাইলেও দুর্নাম রটাইনা, তবে মানুষটা আমি বড়ই আজব। অবস্থা বুঝে ব্যাবস্থা নিতে অনেক সময় লই। এজন্য অনেক মহাপুরুষ আমাকে অলস বলিয়া সম্মান করিয়া থাকেন।
valoto…