Android a ছবি Sketch করে Facebook এ আপলোড করুন

সে অনেকদিন আগের কথা নিউমার্কেটে এ গিয়েছিলাম কোন এক কাজে, তো পাশে দেখলাম এক ভদ্রলোক বসে বসে অনেক মনোযোগ সহকারে একটি ছবি দেখে দেখে Sketch করে সাদা কাগজে আকিবুকি করছে, হয়তো ভদ্রলোক ছবি Sketch করে বাসায় স্মৃতি হিসেবে রেখে দেবে, তো লোকটাকে দেখে আমার খুব হিংসা হচ্ছিল এই ভেবে যে ইস আমিও যদি আকতে পারতাম, তো যাই হোক Sketch Guru এসে আমার সেই ইচ্ছা কিছুটা হলেও পূরণ করতে পেরেছে।

Sketch করার জন্য প্রথমে google play store থেকে Sketch Guru অ্যাপসটি নামিয়ে নিন।

https://play.google.com/store/apps/details?id=com.seventeenmiles.sketch

ইন্সটল করার পর camera অথবা gallery  থেকে ছবি সিলেক্ট করে দিন পেনসিল Sketch যদি করতে চান, just click ক্লিক করে সেভ করুন।

Level 0

আমি Zia Uddin Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

A to sobai jane

সবজান্তা। :P. যারা না জানে তাদের জন্য।