খুবই প্রয়োজনীয় একটি Android Apps, এই টিউনটি যদি ২০০০ জন আন্ড্রয়েড ব্যাবহারকারী পড়েন, তাহলে কমপক্ষে ১৫০০ জনই এটা ইন্সটল করবে বলে আমি আশা করি।

Android Apps নিয়ে এর আগে আমি কখনো টিউন করিনি, এটাই Android Apps নিয়ে প্রথম টিউন। চেষ্টা করব ভালো কিছু ডেলিভারি দেয়ার, তবে শংক্ষিপ্ত এবং সহজ ভাবে।

১. আপনি আজ সারাদিন কতটুকু ইন্টারনেট ডাটা ব্যাবহার করেছেন?

২. আপনি আজ সারাদিন কতটুকু ওয়াই ফাই ডাটা ব্যাবহার করেছেন?

৩. আপনি সারামাস জুড়ে কতটুকু ইন্টারনেট এবং ওয়াই ফাই ডাটা ব্যবহার করেছেন?

৪. আপনি যখন ইন্টারনেট ব্যাবহার করছেন তখন কত স্পীডে ডাউনলোড-আপলোড হচ্ছে?

৫. যখন আপনি ইন্টারনেট ব্যাবহার করছেন না কিন্তু আপনার স্মার্টফোন ব্যাকগ্রাউন্ডে চুরি ইন্টারনেট ব্যাবহার করছে কি?

এ সকল প্রশ্নের উত্তর আপনি পাবেন ছোট একটি অ্যাপস্‌ ব্যাবহারের মাধ্যমে। অ্যাপস্‌টি আপনার এতটাই পছন্দ হবে যে, এটাই এতদিন আপনার জন্য প্রয়োজন ছিল।

অ্যাপস্‌টির নাম Internet Speed, এটি আপনার স্মার্টফোনের ইন্টারনেট স্পীড এবং ইন্টারনেট ব্যাবহার দেখাশুনা করবে এবং রেকর্ড রাখবে।

১. Internet Speed আপনার স্মার্টফোনের রিয়েল টাইম ইন্টারনেট স্পীড স্ট্যাটাসবারে এবং নোটিফিকেশন সেন্টারে দেখাবে।

২. প্রতিদিনের ইন্টারনেট ব্যাবহারের পরিমান রেকর্ড করে রাখবে।

৩. মোবাইল ডাটা ও ওয়াইফাই ডাটা আলাদা ভাবে দেখাবে, যাতে মোবাইল ডাটা খরচ আপনি মনিটর করতে পারেন।

৪. শেষ ৩০ দিনের ডাটার হিসাব সংরক্ষন করে রাখবে।

৫. এটা ফ্রী হলেও পুরোপুরি বিজ্ঞাপন মুক্ত।

৬. এটার ব্যাবহার খুবই সহজ এবং সাধারন, কিন্তু আসল কাজের কাজী।

ডাউনলোড করে নিন এই এখানে ক্লিক করে।

আমার পেজটি ঘুরে দেখার আমন্ত্রন রইলো

স্কাইপিতে আমাকে পাবেনঃ rasalmahfuj

Level 0

আমি মোহাম্মদ মাহ্‌ফুজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 215 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

WhaT a Title…………………. !!

    Level 0

    @Jubayer: আপনার সম্মানার্থে টাইটেল পরিবর্তন করা হলো, আপনি অ্যাপস্‌টি কিছুদিন ব্যবহার করেন তাহলে টাইটেলের মর্ম বুঝবেন, আর টাইটেলের মাঝেইতো নিহিত আছে আপনি টিউনটি পড়বেন কিনা। আপনি টিউন করা শুরু করেন তখন আপনি শুধু রিডার্স চাইবেন। তখন আমার টেকনিক আপনার মনে পড়বে। হয়ত আপনি আমার মত আবল তাবল টাইটেল দিবেন না।
    আপনাকে ধন্যবাদ টিউনটি অমোনযোগি হয়ে পড়ার জন্য। আপনার তিনকোনা ছবিটা আমার খুব ভালো লেগেছে।

      Level 0

      @Rasel: চাপা তো ভালই মারতে পারেন ! তবে আপনার মতো চাপা মেরে রিডার্স পাওয়ার ইচ্ছা আমার নাই । আমি টিউনটি অমোনযোগি হয়ে পড়ছি কি না সেটা আপনার না ভাবলেও চলবে ।। আর তিনকোনা ছবিটা ডিফল্ট !! আর কথা না বললে খুশি হব ।।

    Level 0

    @ক্র্যাকার বাবা: টাইটেল টার জন্য SORRY, তবে apps টা খুবই ভালো এবং কাজের। টাইটেলে আতলামি থাকলেও টিউনে নাই। ধন্যবাদ।

টাইটেল দেখে তো আমি অবাক @ অনেক আগে থেকে এটা ব্যবহার করি @ ধন্যবাদ

    Level 0

    @হোছাইন আহম্মদ: টাইটেল টার জন্য SORRY, তবে apps টা খুবই ভালো এবং কাজের। টাইটেলে আতলামি থাকলেও টিউনে নাই। ধন্যবাদ।

apps kub valo, but title ta ektu beshi hoye gelo……..

    Level 0

    @এনামুল ইসলাম: টাইটেল টার জন্য SORRY, তবে apps টা খুবই ভালো এবং কাজের। টাইটেলে আতলামি থাকলেও টিউনে নাই। ধন্যবাদ।

title title title

আরে ভাই সবাইরে একই উত্তর দ্যান ক্যালা??? এতো কষ্ট করে টিউন করতে পারছেন মাগার কমান্টস এর সবার Reply তে একই কথা ক্যান? আর এপ্স টা বোধহয় ইদানীং এ খুজে পাইছেন যার দরুন পুলকিত হইয়া টিউন কইরা ফালাইলেন…… অনেক আগে থেকেই অনেকের জানা আছে, তবে নতুন দের জন্য কাজে আসবে তার জন্য ধন্যবাদ। তবে এমন টাইটেল ব্যাবহার না করলে ভালো হত কেননা আগ্রহ নিয়ে ঢুকে পরে কাশেম খাওয়া খুবই বিরক্তিকর……। টেম্পার হাই হইয়া গেছিলো অনেক কষ্টে আয়ত্ত করছি।

uni use kore free r amra use kori paid ta!

সবাই কমেন্ট এ Title Title করে ক্যারে ?ক্যারে?