সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের পোস্টে। যারা লুকিয়ে প্রেম করেন তাদের উদ্দেশ্যে আজকের এই অ্যাপ তথা পুরা পোস্টটি উৎসর্গ করলাম। 😛 আজকের থেকে আপনার ধরা খাওয়ার ভয়টা একটু কমে গেলো। আপনাকে চুরি করার একটা ভালো বুদ্ধি শিখিয়ে দেবো।
যে অ্যাপটির কথা আমি বলছি সেটার নাম "360 Mobile Safe" এখন আসল কথায় আসি, যারা অ্যাপটা চেনেন তাদের অনেকেই হয়তো বলবেন আমি চাপা মারছি। আমি সমালোচনার জবাব সবার আগে দেই কারন আমি জানি যারা অ্যাপটির ব্যাবহার জানেন না তারাই এমন কথা বলবেন। কারন এই অ্যাপটিতে অনেক শক্তিশালী ভোল্ট আছে যেখানে আপনার গোপনীয় কল লগ (রিসিভ কল, মিসড কল, ডায়াল কল) এবং মেসেজ লুকিয়ে রাখতে পারবেন। আর অনেক অ্যাপ আছে যেগুলো দিয়ে এই কাজটা করা যায় কিন্তু 360 Mobile Safe তে নিরাপত্তার স্বার্থে কিছু জিনিষ বেশি আছে।
এই একটা অ্যাপ দিয়ে আর অনেক কাজ করা যায়। অনেকেই আছেন যারা দেখতে সুন্দর জিনিষ পছন্দ করেন। এই অ্যাপটা দেখতে অনেক সুন্দর এবং সাথে সাথে কাজও করে ভালো। আসুন কিছু স্ক্রীনশট দেখে নেই।
সবচেয়ে উপকারি যা সচরাচর অন্যান্য অ্যাপতে পাওয়া যায় না সেটা হল "সিকিউরিটি ভোল্ট"। আপনি যে যে নাম্বার ভোল্টে অ্যাড করে রাখবেন সে নাম্বার থেকে আসা কোন কল হিসটরি ডিফল্ট কল লগে পাবেন না। মিসড কল আসলে সিস্টেম নোটিফিকেশান দেখাবে কিন্তু নাম্বার দেখাবে না। কোন মেসেজ আসলেও সিস্টেম নোটিফিকেশান দেখাবে অর্থাৎ আপনি ছাড়া কেউ দেখতে পারবে না।
কেউ যদি আপনার মাথায় বন্দুক ধরে বলে যে এই লক খুলে দে নইলে খবর আছে! এই ভয়ঙ্কর জিনিষ থেকে বাচার জন্য আছে ফেইক ভোল্ট মানে ভুল একটা পাসওয়ার্ড দিলে অন্য একটা ভোল্ট খুলবে যেটায় হয়তো আপনার গার্লফ্রেন্ডের নাম্বার নাই 😛
আপনার অ্যাপ গুলোকেও লক করে রাখতে পারবেন যে কাজটা আরো অনেক অ্যাপ দিয়ে করা যায়। 360 Mobile Safe এর ভোল্টে প্যাটার্ন এবং পাসওয়ার্ড ২ ধরনের সিকিউরিটি আছে।
অ্যাপটি কিভাবে কাজ করে এবং সিকিউরিটি ভোল্টের নমুনা দেখতে নিচের লিঙ্ক থেকে ইউটিউবের ভিডিওটি দেখে আসতে পারেন।
এটি একটি ফ্রী অ্যাপ তাই আপনি চাইলেই প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। আর সরাসরি ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
কিছু কথা আছে মজা করে বলি, যেমন এই অ্যাপটার সিকিউরিটি ভোল্টে আপনার গার্লফ্রেন্ডের নাম্বার রাখার জন্য বলছি। কিন্তু এই ভোল্ট দিয়ে আর অনেকের নাম্বার হাইড করতে পারবেন সেটা আপনার নিজের উপর। তাই আমার কথা সবসময় কানে নিয়েন না 😛
অ্যাপটি ভালো লাগলে আমাকে জানাবেন আমি খুশী হবো আর খারাপ লাগলে আমারে ধইরা ঘারাইয়েন (পাইবেন কই আমারে? 😛 😀 )
সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগে।
আমি সোহাগ মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 694 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 32 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম সোহাগ। টেকনোলজির প্রতি চরম আকর্ষণ থাকা সত্ত্বেও পড়েছি বিজনেস নিয়ে। একটু একটু গাইতেও পারি, মাঝে মাঝে গীটার বাজাই। এক কথায়, টেকনোলজির সাথে প্রেম করি আর গানকে বিয়ে করেছি :D । আমার ইউটিউব চ্যানেল। আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার ব্লগে। আমার গাওয়া গানগুলো শুনতে ভিসিট করুন: গানের ইউটিউব...
nice