অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য সেরা ফাইল শেয়ারিং অ্যাপস
Wi-Fi এবং কোন রকম নেটওয়ার্ক চার্জ ছাড়াই দ্রুতগতিতে ফাইল শেয়ার করার অন্যতম সেরা এপ্লিকেশন। Lenovo এর এই এপ দ্বারা বিভিন্ন ডিভাইসের সাথে ফাইল সেন্ড ও রিসিভ করা যায় খুবই সহজে!
Pictures, videos, music files, documents, contacts শেয়ার করা যায় , এমনকি Apps ও শেয়ার করার সুবিধা আছে। নির্দিষ্ট দুরত্বের মাঝে SHAREit ইন্সটল করা আছে এমন ডিভাইস অনায়াসেই এপ নিজেই স্ক্যান করে খুজে বের করবে। অনেক বড় সাইজের ফাইল শেয়ার করা কোন ব্যাপারই না! Bluetooth এর চেয়ে প্রায় চল্লিশ গুন বেশি গতিতে ফাইল সেন্ড করা যায়। Bluetooth, Wi-Fi, Phone Network কিছুই প্রয়োজন নেই। ডিভাইস ওয়ারলেসলি কানেক্ট হবে
গ্রুপ শেয়ারিং এর সুবিধা রয়েসছে। সর্বোচ্চ পাঁচ জন একইসাথে Music, Videos ইত্যাদি শেয়ার করতে পারবেন।
or
আর যারা এখানে Regular না এরকম Apps এর info. পেতে অবশ্যই আমার Facebook page টি Like দিয়ে রাখবেন
More
পোস্টটি পূর্বে Facebook এ প্রকাশিত হয়েছে।
আমি Touhid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নতুনদের কাজে আসবে।