সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে টিউনটি শুরু করছি, আশা করি সবাই অনেক ভালো আছেন । অন্যান্য টিউনের মতই এই টিউনেও আপনাদের জন্য সুন্দর এবং কাজের একটি অ্যাপস নিয়ে হাজির হয়েছি । আজকে যে অ্যাপসটি উপহার দিবো, তার মাধ্যমে আপনার Android ডিভাইসের সিস্টেম সম্পৃক্ত বিভিন্ন তথ্য খুব সহজে স্ট্যাটাস বার হতে বা ফ্লোটিং ভাবে দেখতে পারবেন । তাহলে চলুন অ্যাপসটির সাথে পরিচিত হই ।
অ্যাপসটির নাম Cool Tool Pro । অ্যাপসটি আসলেই অনেক কুল যা ব্যবহার করলেই বুঝতে পারবেন । অ্যাপসটিকে "কুইক সিস্টেম ইনফো" বলা যেতে পারে । অ্যাপসটির মাধ্যমে সিপিইউ ব্যবহার সম্পৃক্ত তথ্য, র্যম ব্যবহার সম্পৃক্ত তথ্য, ২জি/৩জি/ওয়াইফাই সম্পৃক্ত তথ্য, ব্যাটারি সম্পৃক্ত তথ্য সহ আরও অনেক বিভিন্ন তথ্য স্ট্যাটাস বার বা ফ্লোটিং ভাবে দেখা যাবে । এই তথ্য গুলি স্ট্যাটাস বারের কোথায় দেখতে চান, সেটা মেনুয়েল ভাবে সেট করতে পারবেন । অ্যাপসটি সম্পর্কে আরও প্লে স্টোর থেকে জেনে নিতে পারেন । অ্যাপসটির রেটিং 4.8 এবং মূল্য $2.98 ।
[বিঃদ্রঃ- যারা অ্যাডভান্স ইউজার এবং Xposed ব্যবহার করেন, তারা অ্যাপসটিকে Xposed এর মোড হিসেবে ব্যবহার করে পজিশন সেট করতে পারবেন ]
টিউনের ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং মতামত প্রকাশের জন্য কমেন্ট করবেন, অথবা ফেসবুকের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন । আর সময় পেলে আমার ব্লগটি থেকে ঘুরে আসবেন । ফেসবুকে আমি । আমার ব্লগ ।
আমি Moyin Emon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি Moyin Hossain Emon । বর্তমানে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ছি । ছোট বেলা থেকেই কম্পিউটার, ইনটারনেট, মোবাইল এবং প্রযুক্তি সম্পৃক্ত বিষয় গুলোর উপর আনেক আগ্রহ আমার । তাই বেশির ভাগ সময় প্রজুক্তির সাথেই থাকি, আর সব সময় নতুন কিছু শেখার, নতুন কিছু পাওয়ার নেশায় থাকি । আল্লাহর রহমতে, বাকি...
ভালো অপ্প্স। … Thanks