আমাদের যাদের ২৫৬ বা ৫১২ এমবি র্যামের এন্ড্রয়েড ফোন তাদের দেখা যায় বড় বড় ডাটাওয়ালা গেম খেলা যায় না বা চললেও ল্যাগ করে, মানে আটকে আটকে চলে। আবার বড় গেম না হলেও এইচডি গেম যেমন Temple run, Where's My mickey ইত্যাদি গেম আটকে যায়। যা খুবই বিরক্তিকর। তারমানে কি আমরা কম এমবি র্যামওয়ালারা এইচডি বা বড় ডাটার গেম খেলা হতে বঞ্চিত হব??? হা হা হা! মোটেও না। চলুন দেখে নেই আমরা কিভাবে এই কাজটি করব।
এই প্রসেস গুলো একটু জটিল এবং এতে ফোন ব্রিক বা নষ্ট হবার সম্ভাবনা আছে (যদিও কম)
চলুন শুরু করি।
১। এই কাজটি করতে আমাদের যা যা থাকতে হবেঃ-
ক) রুটেড এন্ড্রয়েড ফোন
খ) Chinafire 3D (Download link= Uppit Link )
গ) Chinafire 3D Plug Ins (Download link= Uppit Link )
২। ফাইলগুলো ডাউনলোড করার পর চায়নাফায়ার এপটি ইন্সটল করুন। আর প্লাগ ইন রার ফাইল টি এক্সট্র্যাক্ট করলে ৩টি ফাইল পাবেন। ওগুলি ডিরেক্ট মেমরি কার্ডে রাখুন।
৩। এপটি ওপেন করুন। করার পর CF3D Driver সিলেক্ট করুন...
৪। তারপর Install সিলেক্ট করুন...
৫। তারপর Install Plugins/ Shaders সিলেক্ট করুন...
৬। তারপর এপটি অটোমেটিক্যালি ওই ৩টি ফাইল খুজে নিবে (অবশ্যই ফাইল ৩টি সরাসরি মেমোরি কার্ডে রাখবেন। কোনো ফোল্ডারে না) খুজে পারাব পর একে একে ৩টি ফাইলে টাচ করে ইন্সটল করুন...
৭। ইন্সটলের পর এপটি বন্ধ করে আবার চালু করুন। এবার Pre app OpenGL settings সিলেক্ট করুন।
৮। এবার Default OpenGL settings ডিসেবল করুন।
৯। তারপর Reduce Texture Quality তে টাচ করে নিচে নেমে যেকোনো প্লাগিন সিলেক্ট করুন...
১০। ব্যাস এবার এপ মিনিমাইজ করে যে গেমটি ল্যাগ করে তা আরামসে খেলুন।
(এপটি ইউস করলে দেখবেন ইমেজ বা ডিসপ্লের কোয়ালিটি কমে যাবে। এটি ঠিক করতে এপ ওপেন করে Reduce Quality এবং Reduce Size আনচেক করে সেটিং সেইভ করতে হবে)
ধন্যবাদ.........................................................।।
আমি মিল্টন সাহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
bhai kicu din age amr galaxy s2 aita install por set reboot chaise toh ami o dise. pore r ki pura flash e marte hoilo. so jara korben buijha hoina koiren.