চলুন এখন সব বড় বড় গেম খেলি এন্ড্রয়েড ফোন এ। ২৫৬ এমবি র‍্যামই যথেষ্ট।

আমাদের যাদের ২৫৬ বা ৫১২ এমবি র‍্যামের এন্ড্রয়েড ফোন তাদের দেখা যায় বড় বড় ডাটাওয়ালা গেম খেলা যায় না বা চললেও ল্যাগ করে, মানে আটকে আটকে চলে। আবার বড় গেম না হলেও এইচডি গেম যেমন Temple run, Where's My mickey ইত্যাদি গেম আটকে যায়। যা খুবই বিরক্তিকর। তারমানে কি আমরা কম এমবি র‍্যামওয়ালারা এইচডি বা বড় ডাটার গেম খেলা হতে বঞ্চিত হব??? হা হা হা! মোটেও না। চলুন দেখে নেই আমরা কিভাবে এই কাজটি করব।

এই প্রসেস গুলো একটু জটিল এবং এতে ফোন ব্রিক বা নষ্ট হবার সম্ভাবনা আছে (যদিও কম)

চলুন শুরু করি।

১। এই কাজটি করতে আমাদের যা যা থাকতে হবেঃ-

ক) রুটেড এন্ড্রয়েড ফোন

খ) Chinafire 3D (Download link= Uppit Link )

গ) Chinafire 3D Plug Ins (Download link= Uppit Link )

২। ফাইলগুলো ডাউনলোড করার পর চায়নাফায়ার এপটি ইন্সটল করুন। আর প্লাগ ইন রার ফাইল টি এক্সট্র্যাক্ট করলে ৩টি ফাইল পাবেন। ওগুলি ডিরেক্ট মেমরি কার্ডে রাখুন।

৩। এপটি ওপেন করুন। করার পর CF3D Driver সিলেক্ট করুন...

৪। তারপর Install সিলেক্ট করুন...

৫। তারপর Install Plugins/ Shaders সিলেক্ট করুন...

৬। তারপর এপটি অটোমেটিক্যালি ওই ৩টি ফাইল খুজে নিবে (অবশ্যই ফাইল ৩টি সরাসরি মেমোরি কার্ডে রাখবেন। কোনো ফোল্ডারে না) খুজে পারাব পর একে একে ৩টি ফাইলে টাচ করে ইন্সটল করুন...

৭। ইন্সটলের পর এপটি বন্ধ করে আবার চালু করুন। এবার Pre app OpenGL settings সিলেক্ট করুন।

৮। এবার Default OpenGL settings ডিসেবল করুন।

৯। তারপর Reduce Texture Quality তে টাচ করে নিচে নেমে যেকোনো প্লাগিন সিলেক্ট করুন...

১০। ব্যাস এবার এপ মিনিমাইজ করে যে গেমটি ল্যাগ করে তা আরামসে খেলুন।

(এপটি ইউস করলে দেখবেন ইমেজ বা ডিসপ্লের কোয়ালিটি কমে যাবে। এটি ঠিক করতে এপ ওপেন করে Reduce Quality এবং Reduce Size আনচেক করে সেটিং সেইভ করতে হবে)

ধন্যবাদ.........................................................।।

Level 0

আমি মিল্টন সাহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

bhai kicu din age amr galaxy s2 aita install por set reboot chaise toh ami o dise. pore r ki pura flash e marte hoilo. so jara korben buijha hoina koiren.

Level 0

Apnar ta may b mali processor…..kisu kisu mali processors a aita support kore na…@md.faisal

plug in virus show kore,website block

aita diya game khelle mobile ar khoti hobe ki?

Level 0

Sorbonasa Tune. Amar Symphony w65 ai kaj kore warranty te pathano legechilo, Apnar khub issay thakle agay ROM backup korun tarpor ai Sorbonasa Tune follow korun.

Level 0

@shazzadul: vai kono virus nail file a

Level 0

Kono khoti hobe na :-)@sarwar

Level 0

yeah mail 400

Level 0

@Tanjamin: sorbonasha??? He. He……ami agey bolesi ai process ek2 jotil nd phone brick hobar chance ache

Level 0

যিনি এই টিউন করেছেন তাকে এটা বলে দেয়া উচিৎ ছিল যে Chinafire 3D ICS(android 4.0) এবং Jellybean(android 4.1, 4.2, 4.3) তে support করে না। এগুলো তে দিলে আপনার সেট ব্রিক হবে। এটা android 2.2 & 2.3 তে কাজ করে। আমি নিজেও এটা use করি। আমার কথা বিশ্বাস না হলে play store এ গিয়ে এটার detail পড়েন। তাই টিউনার কে বলছি টিউনটি আপডেট করুন।

Level 0

Naiem@ Apni ek2 bhul bolchen….ami amr nijer symphony w90 the aita use korechi,ja kina ics 4.0
Nd amr friend er w125 nd xperia p the use korechi….duita e jellybean

Chainfire 3D” ICS পর্যন্ত সাপোর্ট করে । Jelly Bean এ ইন্সটল করলে ফোন ব্রিক হয়ে যাবে । প্লে স্টোরে Chainfire 3D সম্পর্কে দেয়া আছে
“Take control over your GPU!
Chainfire3D is an intermediary OpenGL driver. What does that mean? It means that Chainfire3D sits between your apps and the graphics drivers, and can intercept and/or change commands between the two. It has some built-in functions, and can be further extended with plugins to provide extra functionality.
!! For Froyo and Gingerbread ONLY. NOT COMPATIBLE with Honeycomb/Ice Cream Sandwich/Jelly Bean !!
!! Chainfire3D is for 1ghz+ devices only !!
!! ROOT is required for this program, as well as a writable /system partition. S-OFF is also required on HTC devices !!
Features include reducing texture size and quality to reduce memory use and potentially increase game performance, as well as increasing memory use potentially increase performance.
If you also install the (experimental) EGL driver, AND your GPU supports it, AND you have the Pro version, you can enable 4xMSAA or 16xMSAA on a per-app bases. This can drastically improve image quality!
Be sure to check the thread on XDA for available plugins !”

Level 0

@Nil : bhaiya ai khane o kin2 bola ache j aita ics a support kore na…but aita kin2 ics a kaj kore….
But amr friendder phn jb e, tader tay toh hoise
…jai houk JellyBean sure na hole o ics sure

amar HTC Wildfire A3333 te game chole na sob korlam TurBofly 3D age motoi atkaya jay onno kono waya ache game khelar.

আমি আমার মোবাইল টারে অনেক মোহাব্বত করি, তাই এই সব কইরা হারাইতে চাই না, হি হি হি 😀

@MiLToN ভাই আমি আমার Walton F1 এ Chainfire ইউস করছি । তারপর H1 কিনে সেদিনই রুট করে Chainfire ইন্সটল করি । ড্রাইভার ইন্সটল করে সেট রিবুট দেয়ার পর সেট বুটস্কিনে আটকে যায় । নতুন সেটটা দিয়া একটা গানও শোনার সুযোগ পাইনি । তারপর Firmwere ডাউনলোড করে সেটাপ দেয়ার পর সেট অন হয় । এটা আমার বাস্তব আভিজ্ঞতা শেয়ার করলাম । কিছু মনে করবেন না ।

    Level 0

    Na vai mone kisu korbo keno?? Apni toh thik e bolsen@Nil

Level 0

এটা করা খুবিই Dangerous। করলেও তেমন কোন বড় গেম খেলা যাবে না। এছাড়াও Phone Brick হলে যারা বুঝেনা তাদের এখানে করার কিছুই থাকবে না।তাই সবার উচিত এই পোস্টটি এড়িয়ে যাওয়া।

    Level 0

    Process asoley dangerous but amr kaj chilo post kore sobaike jananor…follow kora toh onner bepar@Asir

ekhn porjonto sofol vabe 3 ta phn brick korte parsi chainfire3D use kore….. 😀