Android ব্যবহারকারীরা নিয়ে নিন দারুন একটি অ্যাপস, দেখেনিন এই দিনে বিগত বছর গুলোতে কি পোষ্ট করেছিলেন সোশাল মিডিয়া গুলোয়

সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে টিউনটি শুরু করছি । এই টিউনে Android ব্যবহারকারীদের জন্য সুন্দর একটি অ্যাপস শেয়ার করবো । অ্যাপসটি ব্যবহার করার মাধ্যমে, এই দিনে পূর্বের বছর গুলোতে কি পোষ্ট করেছিলেন সোশাল মিডিয়া গুলোয় তা সহজেই দেখতে পারবেন । অ্যাপসটি ব্যবহার করে খুব ভালো লেগেছে আমার, আশা করি আপননাদেরও লাগবে । তাহলে চলুন অ্যাপসটির সাথে পরিচিত হই ।

Timehop

অ্যাপসটির নাম Timehop । অ্যাপসটি সোশাল মিডিয়া গুলোতে পূর্বে ঘটে যাওয়া সুন্দর মুহূর্ত গুলো সহজেই সামনে এনে দিবে । অ্যাপসটি আপনাকে Facebook, Instagram, Twitter, এবং Foursquare  এর পুরনো ঘটনা গুলো মনে করিয়ে দেবে, সহজেই দেখতে পাবেন আজকের দিনে পুর্বের বছরের মুহূর্ত গুলো । অ্যাপসটির রেটিং 4.1 এবং প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন ।

"প্লে স্টোর লিংক"

"ড্রপবক্স ডাউনলোড লিংক"

টিউনের ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন । টিউন বিষয়ক জিজ্ঞাসার জন্য কমেন্ট করবেন অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন । আর সময় পেলে আমার ব্লগটি থেকে ঘুরে আসতে পারেন ।

ফেসবুকে আমি  । আমার ব্লগ ।

Level 0

আমি Moyin Emon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি Moyin Hossain Emon । বর্তমানে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ছি । ছোট বেলা থেকেই কম্পিউটার, ইনটারনেট, মোবাইল এবং প্রযুক্তি সম্পৃক্ত বিষয় গুলোর উপর আনেক আগ্রহ আমার । তাই বেশির ভাগ সময় প্রজুক্তির সাথেই থাকি, আর সব সময় নতুন কিছু শেখার, নতুন কিছু পাওয়ার নেশায় থাকি । আল্লাহর রহমতে, বাকি...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন তো ব্যবহার করে দেখি @ ধন্যবাদ

    Level 0

    @হোছাইন আহম্মদ: আপনাকেও ধন্যবাদ ।

হিম্মম্মম্মম! জটিল জিনিস…। আচ্ছা বস কি ভাবে আমার Primo X1 সেট টা অন করার পরপরই যে Walton লেখাটা দেখায় তা বাদ দেয়া যায় বা বাদ দেয়া কি তা আদও সম্ভব কিনা জানা থাকলে জানাবেন……… ধন্যবাদ!

    Level 0

    @polashbd2012: হ্যাঁ সম্ভব, রুট এক্সেস ও কাস্টম রিকভারি CWM/TWRP দিয়ে কাস্টম বুট লোগো সেট করতে পারবেন ।
    এই বিষয়ে হেল্প প্রয়োজন হলে ফেসবুকের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন।