Android মজা [পর্ব-৫৬ :: PC এর মত করে আপনার Folder লুকিয়ে রাখুন এবং সাথে নিয়ে নিন দারুন ১টি স্ক্রীন লকার!

Android মজা

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আমরা অনেকে পিসিতে আমাদের ব্যাক্তিগত সফট গুলো হাইড করে রাখি নিরাপত্তার জন্য ঠিক তেমনি আপনি এবার পিসির মত আপনার Android সেটে আপনার প্রয়োজনীয় Folder হাইড করে রাখতে পারবেন, সেজন্য আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম Folder লুকিয়ে রাখার জন্য কাজের ১টি দারুন Apps!

প্রথমে এখান থেকে Apps টি ডাউনলোড করে নিন, তারপর ইন্সটল করে চালু করুন।

এবার উপরের দেখানো মত Open বাটনে ক্লিক করে আপনার ফোল্ডার টি দেখিয়ে দিন।

এবার Folder এর পাশে টিক চিহ্ন দিয়ে Hide All বাটনে ক্লিক করুন, তাহলে মেমোরী/ফোন মেমোরী থেকে Folder টি লুকিয়ে যাবে। আবার লুকিয়ে রাখা ফোল্ডার ফিরেয়ে আনতে হলে Unhide All বাটনে ক্লিক করুন।

আবার আপনি চাইলে password দিতে পারবেন।

২। Screen lock এর অনেক ধরনের অ্যাপ আছে তবে এই অ্যাপ টি একটু আলাদা কারন এতে অনেক সুন্দর ইফেক্ট আছে যা আপনি ব্যবহার করলে বুঝবেন। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ হোছাইন ভাইয়া , আপনার কাছ থেকে সবসময়ই ভালো কিছু পেয়ে আসছি । এবারও। আর Screen Locker তা আসলেই অনেক সুন্দর । 😀

ধন্যবাদ হোছাইন ভাইয়া।

Level 2

hide করার পর file বা data থাকে এই স্থানে, /sdcard/.hermit/recovery_area/.storage.hider/.sdcard0.hider

ধন্যবাদ

Level 0

DTMF Detection kora jay in call in progress amon kono android apps ki ache ????

Mane jemon phone operatorer ra bujte pare kon button ta press korlam,,,,,

Keu ki toiri kore dite parben

help help plz.dorker hole pay korbo

ভাইয়া ফাইল হাইড করার পর আমি যদি সেই মেমরি pc তে লাগাই তা হলে কি হাইড করা ফাইল pc তে sow করবে? plz জনাবেন । thank you