এতদিন শুধু টেকটিউন হতে নিয়ে গেলাম, দিলাম কিছু না। তাই আজকে সবাইকে একটু জানানোর ক্ষুদ্র প্রচেস্টা করলাম।
আমরা অনেক সময়ই ইংরেজি বা অন্য কোন ভাষার গান শুনি কিন্তু বুঝি না গানের নাম বা লাইনগুলি। তখন গুগল হতেও খুজে পেতে কষ্ট হয় বা খুজে পাই না। তাতে কি? আমাদের এন্ড্রয়েড মামু আসে না? এখনতো প্রায় সবাই এন্ড্রয়েড ফোন ইউস করি। এন্ড্রয়েড আমাদের জন্য দিয়েছে একটি এপ্লিকেসন যা দিয়ে এই কাজটি খুব সহজে করতে পারি।
তোহ দেরি কেন? নিচ থেকে প্রথমে এপ্লিকেশনটি ডাওনলোড করে নিন......ওহ এপটির নাম SHAZAM 😆
http://dl.giveawaycrew.com/48/9a/25/com.shazam.android-APK4Fun.com.apk
http://www71.zippyshare.com/v/89790715/file.html
http://depositfiles.com/files/vbx5c8rgj
https://play.google.com/store/apps/details?id=com.shazam.android
ডাউলোডের পর ইন্সটল করুন। অবশ্যই নেট কানেকশন চালু রাখবেন। তারপর লগিন ও ফেইসবুক লগিন চাবে। আপনি চাইলে লগিন করতেও পারেন বা স্কিপও করতে পারেন। তারপর এপটি ওপেন হবে। তারপর যে গানটি সাযাম(এপ নেম) কে শুনাতে চান তা কম্পিউটারে রেডি রাখেন। আপনি চাইলে মোবাইলএও গানটি প্লে করতে পারেন। প্লে করার সাথে সাথে "S" আইকনটিতে টাচ করুন । দেখবেন লিসেনিং লেখা উঠবে ।
এইবার দেখেন এপের কেরামতি। রেজাল্টে দেখুন আপনার পছন্দের গানটির নাম, এ্যালবাম, আর্টিস্ট, রিলিজ সাল ও তারিখ। তারপর আর কি?? DOWNLOAD!!
বি.দ্র. এই পদ্ধতিতে ডিজে গান থেকে ইংরেজি গান বা অন্য কোন গান খুজতে হলে শুধু ওই গানটির ওই অংশটিই শুনাবেন।
জানিনা এই বিষয়ে আগে কোন টিউন হয়েছে কিনা। হলে মাফ করে দিবেন।
আরেকটি কথা কমেন্ট আপনার নিজের বিষয়। চাইলে করবেন নয়তো করবেন না।
আমি মিল্টন সাহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ সুন্দর অ্যাপসটি শেয়ার করার জন্য, আশা করছি ব্যবহার করে দেখবো ।