Android userদের জন্য কিছু দরকারি অ্যাপস [for Android user পর্ব :২]

আসসালামু আলাইকুম,কেমন আছেন আপনারা? আমি ভালই আছি। আমরা যারা Android user তাদের জন্য কিছু দরকারি অ্যাপস নিয়ে এলাম। প্রয়োজন হলে নিয়ে নিতে পারেন।

File locker : এই App দিয়ে আপনি আপনার গোপনীয় ফাইল লক করে রাখতে পারবেন। ব্যাবহার করা খুবই সহজ। এই App টির একটি সুবিধা হল যেই ফাইলটি আপনি লক করবেন সেই ফাইলের নাম পরিবর্তন হয়ে যাবে। ফলে কেউ বুঝতে পারবেনা এটি কি ফাইল। এর আরও কিছু ফিচার আছে, অ্যাপসটি ব্যাবহার করলে বুঝবেন।

ADM : দারুন একটি Android Download Manager । এটি ব্যাবহার করে খুবই মজা পাবেন। লাগলে নিয়ে নিতে পারেন।

bangla font : যাদের Android-এ বাংলা ফন্ট  নেই তারা এটি নিয়ে নিতে পারেন। অ্যাপটি ইন্সটল করা পর আপনার ফোনের সেটিং-এ যান, তারপর display তে গিয়ে font style ক্লিক করে bangla font সিলেক্ট করুন।

Al-Quran (বাংলা) : সময় পেলে যারা কুরআন পড়তে ভালবাসেন তাদের জন্য এই App । এই App-এ ১১৪ টি সুরা রয়েছে বাংলা অর্থ সহ। সাথে সুরা গুলোর detailsও রয়েছে।

App Backup and Restore : এই অ্যাপ দিয়ে আপনি আপনার ইন্সটল করা Apk ফাইলগুলোর backup নিতে পারবেন। যারা play store থেকে অ্যাপ ইন্সটল করেন তাদের জন্য এটি খুবই দরকারি।

অ্যাপসগুলো ব্যাবহার করা খুবই সহজ তাই কোন screenshot দেই নি। Apps গুলোর zippyshare link : http://www13.zippyshare.com/v/1230160/file.html

টেকটিউনসে এটি আমার ২য় টিউন। Android Apps নিয়ে আমি ধারাবাহিক ভাবে টিউন করে যাব। আমি নতুন টিউনার তাই ভুল হওয়া স্বাভাবিক। কোন ভুল হলে ধরিয়ে দিবেন যাতে সামনে ভুল গুল কাটিয়ে উঠে আরো মানসম্মত টিউন করতে পারি। সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি foysal_sheykh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই সফট গুলো আলাদা আলাদা করে ডাউনলোড লিঙ্ক দেন। ধন্যবাদ

বাংলা ফ্রন্টের জন্য কি রুট করা লাগবে?

    @mdmasumbillah: না রুট করা লাগবেনা ।

walton gh2 সেটটা কিনলাম।রিভিউতে লেখা আছে
Java
Yes, via Java MIDP emulator
কিন্তু জাভা game app কিভাবে চালাব বুঝতে পারছি না। কিছু বলতে পারেন ভাই

    @mdmasumbillah: এর সম্পর্কে আমার কোন ধারনা নেই। নেটে সার্চ করে দেখেন অনেক কিছু জানতে পারবেন

স্বাগত জানাই আপনাকে টেকটিউনস এ। আশা করি আরও অনেক টিউন পাব আপনার কাছ থেকে। আর ছোট্ট একটি ভুল হয়েছে আপনার আল কুরআন অ্যাপে সূরার সংখ্যা হবে ১১৪টি ১৪৪টি নয়। ধন্যবাদ

    @Sajid Noman: আপনাকেও ধন্যবাদ । এটা আমার লেখার ভুল। এখনি ঠিক করে দিচ্ছি।