google play হতে পিসি দিয়ে অ্যাপস ডাউনলোড করার নিয়ম !

অনেকে হয়ত চাই যদি গুগল প্লে স্টোর হতে পিসি দিয়ে অ্যাপস ডাউনলোড করা যেত তবে ফোনের জন্য আর নেট কিনতে হতো না । পিসির জন্য এমবি কেনা থাকলেও মোবাইল এর একটি apps এর জন্য আবার মোবাইল এর জন্য apps নেট কিনতে হবে । আর বাংলা দেশের নেটের যে দাম তাতে এতো নেট কিনে আমার মত যারা স্টুডেন্ট আছেন তাদের নিশ্চিই খরচ টা একটু বেশি হয়ে যায় । তাই আপনাদের আজকে একটি চরম ও গরম টিপস দিবো জা দিয়ে অতি সহজে গুগল প্লে হতে পিসি দিয়ে অ্যাপস ডাউনলোড করতে পারবেন একদম সহজ নিয়মে ।

তাহলে নিচের স্টেপ গুলো ফলো করুন -

প্রথমে গুগল প্লে স্টোরে যান – https://play.google.com/store

তার পরে আপনার অ্যাপস টি নির্বাচান করুন যেমন আমি একটি উদাহরণ দিলাম ধরুন আপনার গুগল আপ্পস এর লিঙ্ক নিচের পিকচার এর মত এইটা

Untitled

এবার আপনার অ্যাপস এর লিঙ্কটা কপি করে রেখে দিন ।

তারপরে নিচের এই লিঙ্কে এ প্রবেশ করুন – অ্যাপস ডাউনলোড

a31

উপরের ছবির মত আপনার আপনার কপি করা লিঙ্কটি পেস্ট করে দিন এবংGenerate Download Link এ কিল্ক করুন ।

কিছুক্ষণ অপেক্ষা করতে বলবে, করুন। লিঙ্ক Generate হয়ে গেলে নিচের ছবি এর মত আসবে।

a41

Click to Download এ কিল্ক করুন তাহলে অ্যাপস টি ডাউনলোড হতে শুরু করবে ।

তাহলে আজ এই পর্যন্ত । সবাই ভাল থাকবেন, কিছু জানার থাকলে মন্তব্য করুন ।

টিউনটি আগে আমার সাইটে প্রকাশিত হয়েছে - বাংলা ব্লগ

Level 0

আমি রাকিব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আরো সহজ নিয়ম আছে, সেটা হলঃ এই লিঙ্ক http://www.indishare.com/vdzqttul4d9u থেকে এই সফট টা ডাউনলোড করেন, এবং ইন্সটল দেন। তারপর সফট টা ওপেন করেন, সার্চ বক্স এ এ্যপস এর নাম লিখুন এবং দান পাশে ইন্সটল এ ক্লিক করুন, দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে এবং ডাউনলোড শেষ হয়ে গেলে দেখুন Open Folder নামে ১ টা আইকন আছে, তাতে ক্লিক করুন, দেখুন নতুন ১ টা ফোল্ডার ওপেন হবে এবং সে খানে এ্যপস এর এপিকে (.apk) ফাইল টা আছে। এবার ইচ্ছা মত পিসি দিয়ে google play হতে পিসি দিয়ে অ্যাপস ডাউনলোড করুন।

    Level 0

    @রাহাতুল ইসলাম: আপনার কথা থিক আছে দুই নিয়মেই হবে ।

অনেক দিন ধরে এই পদ্ধতি খুজছিলাম, এখন পেয়ে গেলাম।

T H A N K S

    Level 0

    @ওয়াদুদ: আপনাকেও ধন্যবাদ

Level 0

মোবাইলের এপস পিসিতে চালানো যায়?

    Level 0

    @thefeel: আমি বলতে পারলাম না 🙂

    @thefeel: যায় এর জন্য android emulator লাগে যেমনঃBluestacks. কিন্তু মজা পাবেন না।