মোবাইলে Apps এর ICon তো অনেক চেঞ্জ করেছেন! এবার চেঞ্জ করুন পিসির সফট এর আইকন

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

Android মোবাইলের Apps এর আইকন অনেকে চেঞ্জ করে নিজের নাম/ছবি বসিয়ে দিতে সবাই পারি, অবশ্যই এই নিয়ে আমি ১টি টিউন করেছিলাম Android মজার পর্বে! আজ আমরা আর Android নিয়ে নয়, আজ আমরা চেঞ্জ করব পিসির সফট এর আইকন।

প্রথমে এখান থেকে  Icon Changer Soft টি ডাউনলোড করে নিন আপনার পিসির জন্য।

এবার ইন্সটল করে চালু করুন।


এবার যে সফট এর আইকন চেঞ্জ করবেন তার Exeআইকন এর উপর Right বাটনে ক্লিক করুন নিচের মত করে।

তাহলে নিচের মত দেখা যাবে।

ইচ্ছা করলে আপনি ডিপল্ট আইকন ছাড়া নিজের ছবিকে আইকন হিসেবে দিতে পারেন আমার মত করে।

এখন আপনার ছবির আইকন সিলেক্ট করে SET বাটনে ক্লিক করুন, তাহলে নিচের মত একটা ডায়ালগ বক্স আসবে, দেখানো মত সিলেক্ট করে ক্লিক করুন।

ব্যাস কাজ শেষ ।

আর নিজের ছবিকে আইকন হিসেবে দিতে হলে এখান থেকে সফট টি ডাউনলোড করে আপনার ছবিকে আইকনে পরিণত করে তারপর উপরের নিয়ম অনুসারে কাজ করুন।

ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

hmm vai valo laglo software atate kotogula icon ase

Level 0

khub sundor hoice. Apnar tune gulo khub sundor hoy.

ভালো লাগলো হোসাইন ভাই।

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য ।

অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য ।