সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে টিউনটি শুরু করছি । ব্যস্ততার কারনে গত বেশ কিছু দিন টিউন করা হয়নি । আশা করি সবাই অনেক ভালো আছেন । এই টিউনে Android ব্যবহারকারীদের জন্য থাকছে অনেক দারুন ২টি লাইভ ওয়ালপেপার । লাইভ ওয়ালপেপার সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই । Android ফোনে লাইভ ওয়ালপেপার, ফোনের সৌন্দর্য বাড়িয়ে অনেক আকর্ষণীয় করে তোলে । আর সেই লাইভ ওয়ালপেপারে যদি থাকে পছন্দের ছবি ও নাম, তাহলে অবশ্যই অনেক ভালো হয় । আর আজ সেরকম ২টি লাইভ ওয়ালপেপার আপনাদের উপহার দেবো ।
লাইভ ওয়ালপেপারটির নাম My Name Live Wallpaper হলেও, এতে পছন্দের নামের পাশাপাশি পছন্দের ছবি যুক্ত করার ব্যবস্থা রয়েছে । তাই ফোনের স্ক্রিনে নামের সাথে পছন্দের একটি ছবি চলাফেরা করবে আর সাথে দারুন ইফেক্ট তো রয়েছেই । লাইভ ওয়ালপেপারটিতে ছবির বর্ডার কালার, ইফেক্ট পরিবর্তনসহ অনেক অপশন রয়েছে । এই লাইভ ওয়ালপেপারটি ব্যবহার করে অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদেরও লাগবে । এটি প্লে স্টোরে ফ্রিতে পাওয়া যাবে, রেটিং 4.2 ।
এই লাইভ ওয়ালপেপারটিতে আপনি আপনার পছন্দের ছবির ফোল্ডার সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ একসাথে অনেক ছবি সিলেক্ট করার সুবিধা পাবেন । এটিতে স্লাইড শো ইন্টারভাল, ব্যাকগ্রাউন্ড কালার সহ ফ্রেম রেট পরিবর্তনের অপশন রয়েছে । এই লাইভ ওয়ালপেপারটিতে পছন্দের সিলেক্ট করা ছবি গুলো হোম স্ক্রিনে বিভিন্ন ইফেক্টে চলাফেরা করতে থাকে । এটিও প্লে স্টোর থেকে বিনামূল্যে পাওয়া যাবে এবং রেটিং 4.3 ।
টিউনের ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন । টিউন বিষয়ক জিজ্ঞাসার জন্য কমেন্ট করবেন অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন । ফেসবুকে আমি । আমার ব্লগ ।
আমি Moyin Emon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি Moyin Hossain Emon । বর্তমানে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ছি । ছোট বেলা থেকেই কম্পিউটার, ইনটারনেট, মোবাইল এবং প্রযুক্তি সম্পৃক্ত বিষয় গুলোর উপর আনেক আগ্রহ আমার । তাই বেশির ভাগ সময় প্রজুক্তির সাথেই থাকি, আর সব সময় নতুন কিছু শেখার, নতুন কিছু পাওয়ার নেশায় থাকি । আল্লাহর রহমতে, বাকি...
লাইভ ওয়ালপেপার গুলি বেশী ভালো লাগলো না ভাই, ধন্যবাদ আপনার পোস্টের জন্য