অ্যান্ড্রয়েড এর জন্য আমার ১ম অ্যাপ আশা করি সবার কাজে আসবে

অ্যান্ড্রয়েড এর জন্য অ্যাপ তৈরী করার চেষ্টার করছিলাম অনেকদিন ধরে, অবশেষে আমার প্রথম অ্যাপ্লিকেশনটি তৈরী করলাম। এই অ্যাপটি দিয়ে বাংলা,ইংলিশ,ম্যাগাজিন,জব পোর্টাল সাইট ইত্যাদির সুবিধা পাবেন। অ্যাপ তৈরী সবে মাত্র শিখছি, ১ম অ্যাপটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে আসবে। কেমন হল গঠনমূলক মন্তব্য আশা করছি। আর অ্যাপস তৈরীতে  যারা অভিজ্ঞ তাদের মন্তব্য কামনা করছি।

অ্যাপসটির  Screenshot :

Download

Facebook এ আমি

আমার সাইট

Level 2

আমি হারুন রশীদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনি কি এটা কোডিং করে বানিয়েছেন নাকি ওয়েব কিট দিয়ে বানিয়েছেন , যদি কোডিং এর মাধ্যমে করেন তাহলে তার লিঙ্ক দেন

    @RIK: এটি phone gap দিয়ে তৈরী করা. ব্যবহার হয়েছে html,css,java script

দারুন

হারুন ভাই সফট লিঙ্ক টা কি দেওয়া যাবে যেটা দিয়ে আপনি Apps টি তৈরি করেছেন।। @ ধন্যবাদ আর আপনার Apps টি ব্যবহার করে দেখি।

    @হোছাইন আহম্মদ: eclips and ADT ,apni android.com paben software gulo

ভালো হইছে কাজটি। কিন্তু আমাকে বলবেন, আপনি বাংলার জন্য কোন স্পেশাল কিছু করেছেন নাকি ডিফল্ট যে ফন্ট থাকে সেটাই রেখেছেন? ডিফল্ট ফন্ট হলে তো যাদের ফোনের বাংলা ভালো আসে না তাদের এই এ্যাপটি ভালো দেখাবে না। আমি আসলে জানার জন্য বলছিলাম। আমিও মাঝে কিছুদিন ফোনগ্যাপ, ইক্লিপ্স নিয়ে ঘাটছিলাম এবং ‘শাক-সবজির গুনাগুন’ নামে একটি এ্যাপ ডেভেলপ করেছিলাম। :p লিংকটি দেখতে পারেন : http://blog.alinsworld.com/archives/2354 (আমি কোন বিজ্ঞাপনের জন্য এমনটি করি নাই)