সাবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার টিউন শুরু করছি । আশা করি সবাই ভালো আছেন । যথারীতি আপনাদের জন্য এই টিউনেও রয়েছে অনেক দারুন এবং কাজের একটি অ্যাপস । Android ডিভাইস গুলোতে অনেক ফিচার থাকার কারনে, এটা দিয়ে নিত্যদিনের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকি । কাজের প্রয়োজনে রেখে দেই অনেক গুরুত্বপূর্ণ তথ্য । অনেক ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ তথ্যকে রাখতে হয় সিকিউরিটির মধ্যে । কারন গুরুত্বপূর্ণ তথ্য অন্যের হাতে পরে গেলে, অনেক ক্ষতি হয়ে যেতে পারে । তাই আপনাদেরকে যে অ্যাপসটি আজ উপহার দেবো, সেটা দিয়ে অনেক সহজ এবং সুন্দর ভাবে গুরুত্বপূর্ণ তথ্যসম্বলিত অ্যাপস গুলো লক করে রাখতে পারবেন ।
এই টিউনে যে অ্যাপসটি থাকছে তার নাম Lockdown Pro । অ্যাপসটি ব্যবহার করে আমার বেশ ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম । অ্যাপসটির মাধ্যমে খুব সহজেই প্রয়োজনীয় অ্যাপস কে লক করে রাখতে পারবেন । লক করার জন্য পাবেন ৩টি পাসওয়ার্ড মোড, আর অ্যাপসটিতে রয়েছে অনেক ফিচার যা ব্যবহার করলেই বুঝতে পারবেন । অ্যাপসটির প্লে স্টোর রেটিং 4.6 ।
টিউনের ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন । এবং আপনাদের উৎসাহই, পরবর্তীতে ভালো টিউন উপহার দেওয়ার অনুপ্রেরণা যোগাবে । টিউন বিষয়ে কমেন্ট করবেন অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন, ফেসবুকে আমি ।
আমি Moyin Emon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি Moyin Hossain Emon । বর্তমানে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ছি । ছোট বেলা থেকেই কম্পিউটার, ইনটারনেট, মোবাইল এবং প্রযুক্তি সম্পৃক্ত বিষয় গুলোর উপর আনেক আগ্রহ আমার । তাই বেশির ভাগ সময় প্রজুক্তির সাথেই থাকি, আর সব সময় নতুন কিছু শেখার, নতুন কিছু পাওয়ার নেশায় থাকি । আল্লাহর রহমতে, বাকি...
Thanks.