Android ব্যবহারকারীরা নিয়ে নিন দারুন ৩টি Widget অ্যাপস

সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন শুরু করছি । টিউনের শিরোনাম দেখে অবশ্যই বুঝতে পেরেছেন, কি থাকছে টিউনটিতে । হ্যাঁ আপনাদেরকে আজ উপহার দেবো দারুন ৩টি Widget অ্যাপস । Android ব্যবহারকারীরা কাজের সুবিধার্থে এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য, Widget ব্যবহার করে থাকেন । তাই আপনাদেরকে আজ যে Widget গুলো উপহার দেবো, নিরঃসন্দেহে আপনাদের ভালো লাগবে এবং Android ডিভাইসটিরও সৌন্দর্য বৃদ্ধির জন্য সহায়তা করবে ।

Animated Photo Frame Widget

এটি অনেক সুন্দর একটি Widget । এই Widget ব্যবহার করে Android ডিভাইসের হোম স্কিনে পছন্দের ছবিকে বিভিন্ন ইফেক্ট ও ফ্রেমসহ সেট করতে পারবেন । রয়েছে ১টি ফ্রেমে ৪টি ছবি শো করানোর ব্যবস্থা । আরও রয়েছে বিভিন্ন ডিজাইনের সিন্স ফন্টস এবং আরও অনেক কিছু । অ্যাপসটির প্লে স্টোর রেটিং 4.5 এবং মূল্য $1.69 । এই Widget অ্যাপসটি সম্পর্কে আরও বিস্তারিত প্লে স্টোর থেকে দেখে নিতে পারেন ।

প্লে স্টোর লিংক

ফ্রি ডাউনলোড লিংক

Zooper Widget Pro

Widget অ্যাপস গুলোর মধ্যে এই অ্যাপসটির বেশ জনপ্রিয়তা রয়েছে । কারন Zooper Widget Pro দিয়ে সম্পুর্ন নিজের ইচ্ছামত Widget তৈরি করে নেয়া যায় । এতে রয়েছে অনেক গুলো বিল্ট ইন টেমপ্লেট, যা দিয়ে হোম স্কিনকে অনেক সুন্দর করে সাজানো যায় এবং টেমপ্লেট গুলো কাস্টমাইজডও করা যায় । অ্যাপসটির প্লে স্টোর রেটিং 4.7 এবং মূল্য $2.49 । এই Widget অ্যাপসটি সম্পর্কে আরও বিস্তারিত প্লে স্টোর থেকে দেখে নিতে পারেন ।

প্লে স্টোর লিংক

ফ্রি ডাউনলোড লিংক

Weather Forecast

এটিও অনেক সুন্দর একটি Widget । এই  Widget টি ব্যবহার করে হোম স্কিনে দারুন ওয়েদার ক্লক সেট করতে পারবেন । অ্যাপসটিতে রয়েছে বিভিন্ন সাইজ এবং ডিজাইন এর ওয়েদার ক্লক ।
অ্যাপসটি ব্যবহার করতে পারেন, আশা করি ভালো লাগবে ।

ফ্রি ডাউনলোড লিংক

টিউনের ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন । এবং আপনাদের উৎসাহই, পরবর্তীতে ভালো টিউন উপহার দেওয়ার অনুপ্রেরণা যোগাবে ।  টিউন বিষয়ে কমেন্ট করবেন অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন,  ফেসবুকে আমি ।

Level 0

আমি Moyin Emon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি Moyin Hossain Emon । বর্তমানে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ছি । ছোট বেলা থেকেই কম্পিউটার, ইনটারনেট, মোবাইল এবং প্রযুক্তি সম্পৃক্ত বিষয় গুলোর উপর আনেক আগ্রহ আমার । তাই বেশির ভাগ সময় প্রজুক্তির সাথেই থাকি, আর সব সময় নতুন কিছু শেখার, নতুন কিছু পাওয়ার নেশায় থাকি । আল্লাহর রহমতে, বাকি...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধম্যবাদ ভাইয়া টিউনটা ভালই হয়েছে

    Level 0

    @রিয়াদ হাসান: আপনাকেও অনেক ধন্যবাদ।