Android ফোন দিয়েই উপভোগ করুন 3D ভিডিও

সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন শুরু করছি । আজকের টিউনে আমি আপনাদের দেখাবো কিভাবে Android ফোনে 3D ভিডিও দেখা যায় । 3D ভিডিও দেখার মজাই আলাদা, আর সেটা যদি পকেটের Android ফোন দিয়ে দেখা যায় তাহলে মন্দ হয় না । তাহলে চলুন শুরু করা যাক, কিভাবে Android ফোন দিয়ে 3D ভিডিওর মজা নেয় যায় ।

3D ভিডিওঃ-

3D ভিডিও উপভোগ করার জন্য প্রথমেই প্রয়োজন হবে 3D ভিডিওর । অনলাইনে ইউটিবসহ বিভিন্ন সাইট থেকে 3D ভিডিও সংগ্রহ করতে পারেন ।
আপনাদের সুবিধার্থে আমি ইউটিবের ২টি 3D ভিডিও লিংক দিচ্ছি ।
"SONY 3D SBS SNAKE"
"Michael Jackson's Thriller (3d)"
আর ইউটিবের ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয়, এই বিষয়ে নিশ্চয়ই বলার দরকার নেই । কারন এই বিষয়ে প্রচুর পরিমান টিউন রয়েছে ।
তারপরও আমি "TubeMate এর ডাউনলোড লিংক"   দিয়ে দিলাম । "এই সাইটে" গেলেও বেশ কিছু 3D ভিডিও পাবেন ।

3D ভিডিও প্লেয়ারঃ-

দুঃখের বিষয় হলেও সত্য Android এর জন্য এখনও কোন ভালো মানের 3D ভিডিও প্লেয়ার নেই, হয়তো পরবর্তীতে পাওয়া যাবে । তারপরও Android মার্কেট থেকে 3D ভিডিও দেখার জন্য দুটি প্লেয়ার এর সাথে পরিচয় করিয়ে দেবো, যার মাধ্যমে আপনারা 3D ভিডিও উপভোগ করতে পারবেন । প্লেয়ার ২টি তে একটু বাগ আছে, প্লেয়ারের পরবর্তী আপডেট এর সময় আশা করি ফিক্স করা হবে ।


Eassee 3D Player

এই প্লেয়ারের মাধ্যমে 3D ভিডিও উপভোগ করতে পারবেন । প্লেয়ার ওপেন করার পর নিচের কন্ট্রোল প্যানেলের বাম দিকে 2D/3D সিলেক্ট করার অপশন রয়েছে ।

"Eassee 3D ডাউনলোড লিংক"
"প্লে স্টোর লিংক"

3D Video Player

এই প্লেয়ারটি দিয়েও 3D ভিডিও উপভোগ করতে পারবেন । Eassee 3D Player এর মত নিচের কন্ট্রোল প্যানেলের বাম দিকে 2D/3D সিলেক্ট করার অপশন থাকলেও, বাগ থাকার কারনে কাজ করে না । তাই কন্ট্রোল প্যানেলের থেকে Setup--> Set the priority of system player থেকে 3D Player সিলেক্ট করে নিন ।

"3D Video Player ডাউনলোড লিংক"
"প্লে স্টোর লিংক"

3D চশমাঃ-

মার্কেটে বেশ সুলভ মূল্যেই 3D চশমা কিনতে পাওয়া যায়, সংগ্রহ করতে পারেন যা 3D ভিডিও দেখায় নতুন মাত্রা যোগ করবে ।

টিউনের ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন । এবং আপনাদের উৎসাহই, পরবর্তীতে ভালো টিউন উপহার দেওয়ার অনুপ্রেরণা যোগাবে ।  টিউন বিষয়ে কমেন্ট করবেন অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন । ফেসবুকে আমি

Level 0

আমি Moyin Emon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি Moyin Hossain Emon । বর্তমানে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ছি । ছোট বেলা থেকেই কম্পিউটার, ইনটারনেট, মোবাইল এবং প্রযুক্তি সম্পৃক্ত বিষয় গুলোর উপর আনেক আগ্রহ আমার । তাই বেশির ভাগ সময় প্রজুক্তির সাথেই থাকি, আর সব সময় নতুন কিছু শেখার, নতুন কিছু পাওয়ার নেশায় থাকি । আল্লাহর রহমতে, বাকি...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

3D চশমা Tar Price Koto Hobe??

    Level 0

    @Sazzad.VPN: সাধারন গুলা ১২০-১৫০/= এর মধ্য পাবেন।

3D চশমা এর দাম কত হবে আর কোথায় পাউয়া যাবে?

    Level 0

    @শুভ্র আকাশ:সাধারন গুলা ১২০-১৫০/= এর মধ্য পাবেন। আর কেনার জন্য কম্পিউটার মার্কেট গুলোতে যেতে পারেন…!!

Level 0

সাধারন গুলা ১২০-১৫০/= এর মধ্য পাবেন। আর কেনার জন্য কম্পিউটার মার্কেট গুলোতে যেতে পারেন…!!

অনেক সুন্দর @ দেখি কেমন দেখায়

    Level 0

    @হোছাইন আহম্মদ: আপনাকেও অনেক ধন্যবাদ ।

jotil

    Level 0

    @Sazzad Hossain: অনেক ধন্যবাদ।

Level 0

ami jatagulo 3D video Youtube theke download kore6i sob e 2 to vag hoye ase mane video tate 2 ta aongso as6e. But Youtube a 3D er moto e dekha66e mane 1ta frame a deka66e.. O rokom type er download houya video k computer a kemon kore ( kon media player ) 3D te ( 2 ta frame k jora lagie ) dekhbo. ??

    Level 0

    @Pranbir: পিসিতে KM Player ব্যবহার করতে পারেন…!!

      Level 0

      @Moyin Emon: KM Player Use korle ki oi 2 to frame er video ta ekta frame a dekha jabe ??.

        Level 0

        @Pranbir: হ্যাঁ KM প্লেয়ার ব্যবহার করে 3D ভিডিও দেখা যাবে, KM প্লেয়ারের বাম পাশে নিচের দিকে দেখুন 3D লেখা অপশন আছে ।

আমি 3D গ্লাস কিনছিলাম ২টা এবং ১২ডিভিডি HD 3D মুভি দিয়ে দাম নিয়েছিলো ২৫০০ টাকা।
আমার কি টাকা বেশি খরচ হয়েছে না ঠিক আছে।
কাইন্ডলি জানাবেন।

    Level 0

    @আবু বকর জিলানী: 3ডি গ্লাসের দাম তো কোয়ালিটি অনুযায়ী হয়। তবে 3D ভিডিওর ডিভিডি বেশ ব্যয়বহুল, প্রতিটা ডিভিডি ২৫০-৩০০/= এর মত নেয়। সেই হিসাবে আপনার খরচ ঠিকই আছে, বেশি হয়নি।

Level 0

ভালো লাগছে।