Android ব্যবহারকারীরা নিয়ে নিন দারুন ৩টি কথা বলা অ্যাপস

সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে টিউনটি শুরু করছি । টেকটিউনসে টিউন শুরু করেছি Android এর উপর, আর সেই ধারাবাহিকতায় এই টিউন । এই টিউনে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, দারুন ৩টি কথা বলা অ্যাপস এর সাথে । তাহলে চলুন শুরু করি...

কথা বলা ঘড়ি (EQ STime )

এটি Android ব্যবহারকারীদের কাছে অনেক জনপ্রিয় একটি অ্যাপস ।
এই অ্যাপসটি প্রতি ১৫ মিনিট, ৩০ মিনিট এবং প্রতি ঘন্টায় (আপনার পছন্দ অনুযায়ী) কথা বলে সময় জানিয়ে দেবে ।
অ্যাপসটি অনেকেই ব্যবহার করেন, তারপরও যারা ব্যবহার করেননি তারা ব্যবহার করতে পারেন ।

"ডাউনলোড লিংক"

কথা বলা ব্যাটারি (Talking battery)

এটি আমার অনেক পছন্দের অ্যাপস । নাম কথা বলা ব্যাটারি হলেও, আসলে ব্যাটারি কি কথা বলে ? না ব্যাটারি কথা বলবে না, তবে যে সব সময় কথা বলবে...

  •   ব্যাটারির চার্জ ফুল হলে, ব্যাটারির চার্জ শেষ হলে
  •   ৫০% এবং ৩০% চার্জ থাকা অবস্থায়
  •   চার্জার এবং ইউএসবি কানেক্ট করলে
  •   অ্যাপসটিতে পাওয়ার সেভিং এর ফিচারটিও আছে ।

"ডাউনলোড লিংক" 

কথা বলা ক্যলকুলেটর (Talking Calculator)

এটি সুন্দর ইন্টারফেস যুক্ত একটি ক্যলকুলেটর অ্যাপস । এই ক্যলকুলেটরে হিসাব নিকাসের ফলাফল কথা বলে জানিয়ে দেয় । অ্যাপসটি ব্যবহার করে দেখতে পারেন, ভালো লাগবে ।

"ডাউনলোড লিংক"

টিউনের ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন । এবং আপনাদের উৎসাহই, পরবর্তীতে ভালো টিউন উপহার দেওয়ার অনুপ্রেরণা যোগাবে ।

কোন সমস্যা হলে কমেন্ট করবেন করবেন অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন । ফেসবুকে আমি

Level 0

আমি Moyin Emon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি Moyin Hossain Emon । বর্তমানে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ছি । ছোট বেলা থেকেই কম্পিউটার, ইনটারনেট, মোবাইল এবং প্রযুক্তি সম্পৃক্ত বিষয় গুলোর উপর আনেক আগ্রহ আমার । তাই বেশির ভাগ সময় প্রজুক্তির সাথেই থাকি, আর সব সময় নতুন কিছু শেখার, নতুন কিছু পাওয়ার নেশায় থাকি । আল্লাহর রহমতে, বাকি...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই Android ফোনের Defult Font Change করব কি ভাবে

    @Rafin Imtiaz: iFont অ্যাপস ব্যবহার করতে পারেন (রুটেড ফোন)

Level 2

ভালই হয়েছে

ধন্যবাদ কাজে আসবে

    Level 0

    @হোছাইন আহম্মদ: আপনাকেও ধন্যবাদ ভাই ।

Level 2

ধন্যবাদ কাজে আসছে এবং সব সময় আসবে আপনার টিউনগুলো।

    Level 0

    @sohel3042: আপনাকেও অনেক ধন্যবাদ।

প্রিয় টিউনার,

আপনি আপনার টিউনটি http://www.eshoaykori.com থেকে কপি পেষ্ট করেছেন। তাই আপনার টিউনটি পান্ডিং করা হল।